উত্তরবঙ্গ থেকে তিন দিনের মধ্যে উপদেষ্টা নিয়োগ না দিলে ঢাকা থেকে উত্তরবঙ্গ বিচ্ছিন্নের হুশিয়ারি দিয়ে সংবাদ সম্মেলন করেছে রংপুরের ছাত্র-জনতা। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় রংপুর নগরীর স্থানীয় কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, ১৬ জুলাই আবু সাঈদের আত্মত্যাগের মাধ্যমে দেশে যে বিপ্লব সংঘটিত হয়েছিলো, সেই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টাসহ মোট ১৭ জনের উপদেষ্টা পরিষদ শপথ গ্রহণ করেন। সেই ১৭ জনের মধ্যে উত্তরবঙ্গ থেকে একজন উপদেষ্টাও নিয়োগ দেয়া হয়নি। পরবর্তীতে ১৬ আগস্ট ২ জন এবং ১০ নভেম্বর ৩ জন উপদেষ্টা হিসেবে শপথ নেন। তিনদফায় উপদেষ্টা পরিষদের শপথ নিলেও রংপুর তথা উত্তরবঙ্গ থেকে একজনেরও উপদেষ্টা হিসেবে ঠাঁই হয়নি।
এই ঘটনায় মর্মাহত হন উত্তরবঙ্গের ছাত্র-জনতা। উপদেষ্টা পরিষদে রংপুর অঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগের দাবিতে গত ১১, ১২ ও ১৩ নভেম্বর বিক্ষোভ, মানববন্ধন ও মহাসড়ক অবরোধসহ টানা কর্মসূচি পালন করা হয়। সম্প্রতি দুইজন উপদেষ্টা রংপুরে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অনুষ্ঠানে এসে রংপুর থেকে উপদেষ্টা নিয়োগের কোনো আলোচনায় হয়নি বলে জানান। এটি জানার পর থেকে রংপুরের মানুষের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। তাই দ্রুত উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগ করে রংপুর তথা উত্তবঙ্গের ছাত্র-জনতার ক্ষোভ প্রশমন করবেন বলে বিশ্বাস। বেঁধে দেয়া সময়ের মধ্যে উপদেষ্টা নিয়োগ দেয়া না হলে পঞ্চগড় জিরো পয়েন্ট, ঠাকুরগাঁও গোল চত্বর, দিনাজপুর দশমাইল বাইপাস, রংপুর মডার্ণ মোড় , রংপুর রেল স্টেশন, নীলফামারী, কুড়িগ্রাম তিস্তা গাইবান্ধা, ঢাকা ও রংপুর মহাসড়ক ব্লকেড করা হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আলমগীর নয়ন। এসময় রংপুর জেলার সমন্বয়ক সদস্য ইয়াসীর আরাফাতসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল