নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা গ্রুপের কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সোমবার (১৮ নভেম্বর) সোয়া ৫ টার দিকে উপজেলার ঝাউচর এলাকার মেঘনা গ্রুপের টিস্যু কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণের তথ্য জানায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক সালেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের পর চারপাশে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। ধোঁয়াচ্ছন্ন পরিবেশে কাজ করতে বেশ বেগ পেতে হয় তাদের। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভাতে যায়। আগুনের ভয়াবহতা দেখে পরে আরও সাতটি ইউনিট সর্বশেষ আরও ২ ইউনিটসহ মোট ১৪ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কর্মকর্তা রাফি আল ফারুক বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ভোর পাঁচটার দিকে প্রথমে আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুনের তীব্রতা ভয়াবহ হওয়ায় পরে আরও নয়টি ইউনিট পাঠানো হয়। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ