সাভারে বিএনপি নেতা মো. মুরাদ হোসেনের ওপর অতর্কিত হামলা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয়রা।
সোমবার বিকালে সাভারে তেঁতুলঝোরা ইউনিয়নের চান্দুলিয়ায় বিক্ষোভ মিছিল নিয়ে সাভার থানা ঘেরাও করে এলাকাবাসী। মিছিল নিয়ে জাদুরচর এলাকা ঘুরে সাভার মডেল থানার গিয়ে শেষ হয়। এতে স্থানীয় প্রায় কয়েক হাজার নারী ও পুরুষ অংশ নেয়।
জানা যায়, তেঁতুলঝোরা ইউনিয়নের চান্দুলিয়া এলাকায় হামলার ঘটনা ঘটনা ঘটে। সোমবার বিকালে সাভার মডেল থানায় একটি অভিযোগ করেন বিএনপি নেতা তেঁতুলঝোরা ইউনিয়নের সভাপতি মুরাদ হোসেন। অভিযুক্তরা হলেন মো. কামরুল ইসলাম (৩৮), মো. শরিফ (২৭), সোহেল (২২), মো. জুয়েল (২৫), আবেদ (২২), মো. মোতালেব (৪০), মো. রবিউলসহ (৩৮) অজ্ঞাত ৪ জন। তারা তেঁতুলঝোরা ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত কিছু দিন ধরে ভুক্তভোগীকে রাজনৈতিক বিরোধিতার জেরে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন অভিযুক্তরা। সোমবার বাড়ির পাশে একা অবস্থানকালে অভিযুক্তরা ভুক্তভোগীর ওপর অতর্কিত হামলা করে। এ সময় তাকে রড, এসএস পাইপসহ দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ভুক্তভোগীর শরীরে জখম হয়। একপর্যায়ে ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে এবং হামলাকারীরা পালিয়ে যায়। তাকে উদ্ধার করে হেমায়েতপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, মুরাদের ওপর হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত করা হচ্ছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল