ছিনতাইয়ের প্রস্তুতিকালে রাজধানীর লালবাগে অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন-রিপন ব্যাপারী (২২), মো. সাজ্জাদ হোসেন সাগর (২৩) ও মো. সুমন (১৯)। তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, লালবাগের আজিমপুর এলাকায় অভিযান চালিয়ে রবিবার রাত সাড়ে ১২টায় তাদের গ্রেফতার করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম