মামলা দায়েরের প্রতিবাদে রংপুর সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. নুরুন্নবী ফুলু এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছেন। মঙ্গলবার দুপুরে ওয়ার্ড কাউন্সিলর সংলগ্ন একটি ভবনে তিনি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি সাবেক রংপুর পৌরসভা ও বর্তমান রংপুর সিটি করপোরেশনের পরপর পাঁচবার নির্বাচিত কাউন্সিলর। জনপ্রতিনিধি হিসেবে দীর্ঘ ২৫ বছর ধরে সততা ও নিষ্ঠার সাথে ওয়ার্ডবাসীকে সেবা দিয়ে আসছি। আমি কখনও কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলাম না।
গত ১৯ জুলাই রংপুর সিটি করপোরেশনের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতের ঘটনায় মামুনুর রশীদ মামুন নামে এক ব্যক্তি গত ১৩ নভেম্বর মেট্রোপলিটন কোতয়ালী থানায় একটি মামলা করেন। যেখানে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ রংপুর নগরী, জেলার বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী জেলার ব্যক্তিদের আসামি করা হয়। আমাকেও ১৪৭ নম্বর আসামি করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিপক্ষে আমার অবস্থান ছিল না।
মামলার বাদী মামুনুর রশীদ মামুনকে আমি ব্যক্তিগতভাবে চিনি না এবং তার সাথে আমার কোনো শত্রুতা নেই। সেই সাথে ধারণা করছি মামুনুর রশীদ মামুনও আমাকে চেনেন না। একটি স্বার্থান্বেষী মহল আমাকে হয়রানিসহ অবৈধ সুবিধা হাসিলের উদ্দেশে মামলায় জড়িয়েছে।
দায়ের করা মামলা থেকে অবিলম্বে নাম প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, আমার মতো নিরাপরাধ, নিরীহ মানুষদের হয়রানি করার উদ্দেশে দায়ের করা মামলার সুষ্ঠু তদন্ত করে প্রত্যাহারের দাবি জানাই। তা নাহলে আগামী রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নগরবাসীকে নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
বিডি প্রতিদিন/এমআই