সফল প্রতিবন্ধী ব্যক্তিদের উদ্বুদ্ধ করা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা বিষয়ে সমাজে ইতিবাচক ধারণার প্রসার ঘটানোর লক্ষ্যে পাথওয়েজ টু প্রসপারিটি এক্সট্রিমলি পুওর পিপল ইউরোপিয়ান ইউনিয়ন (পিপিইপিপি-ইইউ) প্রকল্পের আওতায় ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সফলতা’ বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়ন পরিষদ চত্বরে গ্রাম বিকাশ কেন্দ্র’র বাস্তবায়নে এবং ইউরোপিয়ান ইউনিয়ন ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় এটি অনুষ্ঠিত হয়।
শাখা ব্যবস্থাপক, মো. ফারুক হোসেন, গ্রাম বিকাশ কেন্দ্র’র সভাপতিত্বে প্রধান অতিথি কুর্শা ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল মজিদ, বিশেষ অতিথি ছিলেন প্রকল্প সমন্বয়কারী ডা. মো. শামসুর রহমান, ইউপ সদস্য মোছা. আমেনা বেগম, ইউনিয়ন সমাজকর্মী মো. নাজমুল হোসেন, মো. আব্দুল কাইয়ুম, বেনজির লায়লা, ইসরাত জাহান, সিএনএইচপি ও প্রতিবন্ধী ফোরামের সদস্য ও অবিভাবকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টেকনিক্যাল অফিসার- কমিউনিটি মোবিলাইজেশন মো. জিয়াউর রহমান।
প্রতিবন্ধী ব্যক্তিদের সফলতা অনুষ্ঠানে প্রতিযোগীদের মধ্যে জীবনের সাফল্য অর্জনে উপস্থাপনায় প্রথম হয়েছেন মো. হেলাল উদ্দিন, দ্বিতীয় হয়েছেন মাহমুদ, তৃতীয় হয়েছেন ছবি আক্তার। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই