রাজধানীর শাহজাহানপুর থানার শান্তিবাগ এলাকায় ছুরিকাঘাতে আহত মো. ইসমাইল হোসেন রাহাত (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এলাকায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে রাহাতকে পিটিয়ে ও ছুরিকাঘাত করা হয় বলে অভিযোগ পরিবারের।
মঙ্গলবার (১৯ নভেম্বর) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাহাত। নিহতের বাবা মো. বেলায়েত হোসেন বলেন, সোমবার বিকেলে রাহাতকে হাসান, হোসেন, সিয়াম, তন্ময়সহ আরও কয়েকজন বেধড়ক পেটায় ও ছুরিকাঘাত করে। পরে বাসার সামনে থেকে তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে আসি। এরপর তার অবস্থার অবনতি হলে কাকরাইলে এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে সে মারা যায়। এলাকায় সিনিয়র-জুনিয়র নিয়ে তাদের মধ্যে আগেই দ্বন্দ্ব ছিল। ওই দ্বন্দ্বের জের ধরে রাহাতকে হত্যা করা হয় বলে দাবি বেলায়েত হোসেনের।
শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক মো. মেহেদী হাসান বলেন, খবর পেয়ে কাকরাইলের বেসরকারি এক হাসপাতালের সামনে রাখা অ্যাম্বুলেন্স থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি বলেন, নিহতের স্বজনদের কাছে থেকে জানতে পারি সোমবার (১৮ নভেম্বর) সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে শান্তিবাগ এলাকায় তাকে মারপিট করার পরে ছুরিকাঘাত করা হয়। এরপর উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ