গাজীপুর মেট্রোপলিটন এলাকার যানজট নিরসনের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খানের সভাপতিত্বে ট্রাফিক বিভাগের আয়োজনে অংশীজনের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় অংশগ্রহণকারীরা বিভিন্ন সমস্যা এবং সমসাময়িক প্রসঙ্গ তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে জিএমপি কমিশনার যানজট নিরসনের জন্য সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার রিয়াজ উদ্দিন আহমেদ, জিএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ ইব্রাহীম খান, পুলিশের অন্যান্য কর্মকর্তা, পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ, সাধারণ ছাত্র-ছাত্রীসহ চৌরাস্তাকেন্দ্রিক গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/একেএ