ভারতে পালানোর সময় যশোরের শার্শা সীমান্ত থেকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে আটক করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সোমবার রাতে শার্শার শিকারপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
এক লাখ টাকা চুক্তিতে স্থানীয় এক দালালের মাধ্যমে তিনি ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
আসাদুর রহমান কিরণ গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর পাগাড় এলাকার ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর থাকা অবস্থায় গাজীপুর সিটি করপোরেশনের দুই মেয়াদে ভারপ্রাপ্ত মেয়র ছিলেন। এছাড়াও তিনি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র আন্দোলনে বাধা, হত্যাসহ গাজীপুর ও ঢাকার বিভিন্ন থানার একাধিক মামলার এজাহারভুক্ত আসামি তিনি। তার বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র থাকার সময় কমিশন বাণিজ্যসহ তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠে। দুদক তদন্ত শুরু করলে প্রভাব খাটিয়ে এতদিন বীরদর্পে ঘুরে বেড়ালেও ৫ আগস্টের পর আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল তৎকালীন জয়দেবপুর থানার সাবেক ওসি খন্দকার রেজাউল হাসান রেজার যোগসাজসে গাজীপুরের প্রথম মেয়র প্রয়াত বিএনপি নেতা অধ্যাপক এম এ মান্নানকে ২২টি মামলা দিয়ে দুই বছর জেলে রেখে মেয়রের চেয়ার দখল করে রেখেছিলেন। ২০২১ সালে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করার পর ফের ভারপ্রাপ্ত মেয়র হন আসাদুর রহমান কিরণ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব থানার ওসি কায়সার আহমেদ জানিয়েছেন আসাদুর রহমান কিরণের নামে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা নিহতের ঘটনায় টঙ্গী থানায় দুটি ও গাছা থানায় তিনটি হত্যা মামলা রয়েছে। এছাড়াও বাসন, কোনাবাড়ি, শ্রীপুর থানাতেও তার নামে মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/একেএ