নারায়ণগঞ্জ জেলা জাতীয় অন্ধ কল্যাণ সমিতির উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ করা হয়েছে। আজ রবিবার (২২ ডিসেম্বর) বিকেলে শহরের মাসদাইর এলাকায় প্রায় শতাধিক দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে এই সাদাছড়ি বিতরণ করা হয়।
সাদাছড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ অন্ধ কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার এবং প্রধান বক্তা হিসেবে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব মো. আইয়ুব আলী হাওলাদার উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, আমাদের এই কার্যক্রমের উদ্দেশ্য হলো ভিক্ষাবৃত্তি যেন না হয়। আমাদের আন্দোলনের ফলশ্রুতিতে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা নিশ্চিতকরণ আইন করা হয়। কিন্তু শেখ হাসিনার সরকার এই আইনের একটি ধারাও বাস্তবায়ন করেনি। আর এই প্রতিবন্ধী আইনের বাস্তবায়ন চাই। প্রতিবন্ধীদের জন্য অনেক অনুদান এসেছে। কিন্তু সরকালের গোঁজামিলের কারণে অন্ধরা কোনো অনুদান পায়নি।
নারায়ণগঞ্জ অন্ধ কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন মো. হোসেন, শাহজাহান, আব্দুল হক, জামাল উদ্দিন, মো. খসরু নোমান, খাজা ইমরান, শাহ আলম ভূইয়া ও মো. আব্দুল হালিম।
বিডি প্রতিদিন/জামশেদ