রাজধানীর পান্থপথে একটি বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে ভবনটিতে আগুন লাগে বলে জানান স্থানীয়রা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে এর আগেই ভবনটিতে থাকা লোকজন অগ্নিনির্বাপণ যন্ত্র (ফায়ার এক্সটিংগুইশার) ব্যবহার আগুন নিভিয়ে ফেলে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ফখরুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাথমিকভাবে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
১৭ শুক্রাবাদ পশ্চিম পান্থপথ ঠিকানার ভবনটি ১৫ তলাবিশিষ্ট। বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে ভবনটির ১২ তলার ফ্লোর থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।
বিডি প্রতিদিন/জুনাইদ