রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় রবিউল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি মো. সুজন ওরফে ডিপজলকে (২২) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রবিবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঢাকা উদ্যান এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-২ এর একটি দল। র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১০ অক্টোবর ভোর ৫টায় সুজন ও অজ্ঞাতনামা আরো ৫-৬ জন মিলে মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকার একটি নির্মাণাধীন ভবনের লোহার রড চুরি করতে যায়। রড নেওয়ার সময় দায়িত্বরত সিকিউরিটি গার্ড ও ভুক্তভোগী রবিউলসহ অন্যান্য সিকিউরিটি গার্ডরা ধাওয়া করে সুজনকে আটক করে চোরাই রড উদ্ধার করে।
তিনি জানান, ওই ঘটনায় ক্ষিপ্ত হয়ে গত ১০ অক্টোবর রাত সোয়া ১০টার দিকে রবিউল ঢাকা উদ্যান এলাকায় একটি দোকানের সামনে ডিউটি করাকালীন অবস্থায় সুজন ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে মারাত্মক রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রবিউলকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ