রাজধানীর সন্নিকটে কহর দরিয়াখ্যাত টঙ্গীর তুরাগ নদের তীরে কাল বুধাবার দুপুর ১২টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ।
এপর্বেও মোনাজাত পরিচালনা করবেন কাকরাইল মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমদ।
দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিন আজ মঙ্গলবার বাদ ফজর জিকির আসকার ও ইবাদত বন্দেগীতে দিন পার করছিলেন মুসল্লিরা। মুসল্লিদের উদ্দেশে গতকাল বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের মাওলানা উবাইদুল্লাহ খুরশিদ। বয়ানের সাথে সাথে বাংলায় তর্জমা করেন বাংলাদেশের মাওলানা জাকারিয়া। এরপর পৌনে দশটায় তালিমের মোজাকারা করেন ভারতের মাওলানা জামাল, একই সময় ওলামায়ে কেরামের সাথে কথা বলেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা, মাদ্রাসার তুলাবাদের সাথে কথা বলেন পাকিস্তানের মাওলানা ফরীদ। পরে খিত্তায় খিত্তায় তালিম হয়। বাদ যোহর বয়ান করেন ভারতের মাওলানা ইসমাঈল গোদারা।
টঙ্গী ও আশপাশ এলাকার মুসল্লি আখেরি মোনাজাতে অংশ নিতে পারেন। তবে প্রথম ধাপের চেয়ে এবার অনেক মুসল্লি কম হবে বলে ধারনা করা হচ্ছে।
আরো দুই মুসল্লির মৃত্যু:
ইজতেমা ময়দানে আরো দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এরা হলো গোপালগঞ্জ মোকসেদপুরের বাসিন্দা আমির হোসেন (৬৫) ও নরসিংদী মাদবদী’র ইমাম উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৪৫)। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে আটজন হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল