রংপুরে মাদক পরিবহনের সময় ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলেন-নীলফামারী কিশোরগঞ্জ খামার গাড়াগ্রামের অহিজুল ইসলামের ছেলে সুমন সরকার (৩৭), ফারুক হোসেন (৩৯) ও ছোরাপ আলীর ছেলে রওশন আলী (৪২)। তাদের তাজহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব।
মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট সাইফুল্লাহ নাঈম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নগরীর তাজহাট মডার্ণ মোড় এলাকায় সন্দেহভাজন একটি প্রাইভেটকার আটক করে তল্লাশি করে। এ সময় ট্রাভেল ব্যাগের ভেতরে থাকা ২৫৪ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/এমআই