যথাযোগ্য মর্যাদায় খুলনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবসের প্রথম প্রহরে নগরীর শহীদ হাদিস পার্কে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে মুক্তিযোদ্ধা সংসদ, সিটি করপোরেশন, বিভাগীয় কমিশনার, খুলনা রেঞ্জ ডিআইজি, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, জেলা পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
এছাড়া ব্যক্তি পর্যায়েও অনেকে শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। খুলনা জেলা প্রশাসন, খুলনা জেলা পরিষদ, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খুলনা সিটি করপোরেশন সকাল ৯টায় নগর ভবনে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করে। পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেসিসি প্রশাসক মো: ফিরোজ সরকার।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ