ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের ২০২৫-২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম পূর্ণ প্যানেল জয় লাভ করেছে। সভাপতি হয়েছেন এ এইচ এম মাহবুবুস সালেকীন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. আবু নাছের মজুমদার (মেজবাহ)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের ২০২৫-২৬ সালের নবনির্বাচিত কার্যনিবাহী কমিটির নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার মো. মাজম আলী খান।
নির্বাচনে সহসভাপতি পদে ওবায়েদুল হক সরকার ও সৈয়দ আবদুন নূর; কোষাধ্যক্ষ পদে মো. ওহাব হোসেন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক পদে মো. শামীম মনি, লাইব্রেরি সম্পাদক পদে আবদুল বাছেদ মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. রাশেদুল ইসলাম এবং ওয়েলফেয়ার সম্পাদক পদে মো. সামসাদ নির্বাচিত হন।
কার্যনিবাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন আবদুল মমিন মজুমদার, আবদুল ওয়াদুদ, মো. আবুবকর সিদ্দিক, মোহাম্মদ আলমগীর কবির, মো. ইলিয়াছ উদ্দিন, মো. মুজিবুর রহমান, মোহাম্মদ মাসুদ আহম্মেদ, মো. মিজান উদ্দিন, মো. নুর উদ্দিন, মো. সালাউদ্দিন হোসেন, সাইফুল ইসলাম, ছিরাতুল জান্নাত স্বপ্না, জাহাঙ্গীর হোসাইন ও মো. মনজুর হোসেন পাটোয়ারী (পদাধিকারবলে)।
বিডি-প্রতিদিন/শআ