রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে নবনির্মিত ভবন থেকে মাথায় ইট পড়ে মো. আকতার হোসেন (৫২) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যা ছয়টার দিকে তেজগাঁওয়ের মধ্য কুনিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা মৃতের ভাগনে আফসার হোসেন মুকুল বলেন, তেজগাঁওয়ের মধ্য কুনিপাড়া দিয়ে হেঁটে মাগরিবের নামাজ পড়তে যাচ্ছিলেন আমার মামা আকতার হোসেন। সন্ধ্যায় বৃষ্টির সময় সেখানে নবনির্মিত একটি ভবনের পাঁচতলার ছাদ থেকে ইট মাথায় পড়ে গুরুতর আহত হন তিনি।
পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে রাত আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মামাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
আকতার হোসেন তেজগাঁও শিল্পাঞ্চল কুনিপাড়ার মৃত হাসান আলীর ছেলে। এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন তিনি।
বিডি প্রতিদিন/কেএ