রাজধানীর রামপুরায় বাসার ছাদ থেকে পড়ে তানহা (১৪) নামে মাইলস্টোন স্কুলের নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার বিকালে রামপুরা আফতাব নগর এলাকায় এ ঘটনাটি ঘটে।
পাবনা সদর উপজেলার আব্দুস সালামের মেয়ে তানহা। বর্তমানে রামপুরা আফতাবনগর পাসপোর্ট অফিসের পাশে পরিবারের সাথে থাকতো।
পরিবার সূত্রে জানা যায়, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল হয়ে বিকাল সাড়ে চারটায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
মৃতের মা হাসপাতালে কাঁদতে কাঁদতে বলছিলেন, মেয়ে আমার বৃষ্টি দেখে ভেজার জন্য আমাকে বলে ছাদে গিয়েছিল। সে মাঝেমধ্যে বৃষ্টি আসলে ভিজতে যেতো।
মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
বিডি প্রতিদিন/এমআই