ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, বাতাসের গুণগতমান যাচাইয়ে ব্লুমবার্গের সহায়তায় ডিএনসিসির ২৫ স্থানে অত্যাধুনিক যন্ত্র স্থাপন করা হবে।
সোমবার এ সংক্রান্ত এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
মোহাম্মদ এজাজ বলেন, উদ্ভিদবিদদের সহায়তায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় ও খালগুলোর দুই পাড়ে গাছ লাগানো হবে।
তিনি বলেন, এই শহরে যে পরিমাণ গণপরিসর থাকার কথা ছিল তা নেই। শহরের জলাশয়গুলোরও একই অবস্থা, যা পরিবেশের জন্য ক্ষতিকর।
এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জসিম উদ্দিন, সেন্টার অব অ্যাটমোস্ফেরিক পলু্যশন স্ট্যাডির চেয়ারম্যান ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার, ওয়ার্ল্ড ভিশনের ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বাটলেট, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামান এবং ডিএনসিসির অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কেএ