চলমান তীব্র তাপপ্রবাহের প্রেক্ষাপটে হিট স্ট্রোকে আক্রান্ত রোগীদের জরুরি চিকিৎসা সহায়তা দিতে ডিএনসিসির তত্ত্বাবধানে মহাখালীতে ডেডিকেটেড কোভিড হাসপাতালে চালু করা হয়েছে একটি বিশেষ 'হিটস্ট্রোক সেন্টার'। এই সেন্টারে তাপজনিত অসুস্থতায় আক্রান্ত রোগীরা বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন।
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজের নির্দেশনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ডিএনসিসি জনসংযোগ কর্মকর্তা ফারজানা ববি।
এছাড়াও, তাপপ্রবাহে জনসাধারণকে সাময়িক বিশ্রাম ও সুরক্ষা দিতে ডিএনসিসি আরও একটি কার্যকর উদ্যোগ নিয়েছে। প্রশাসকের নির্দেশে, ডিএনসিসি এলাকায় প্রতিটি মসজিদের মূল কক্ষ ও অজুখানা প্রতিদিন সকাল ১১টা থেকে মাগরিব পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এ বিষয়ে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং ইসলামিক ফাউন্ডেশনের সাথে সমন্বয় করে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে বলে জানানো হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের এই জরুরি হিটস্ট্রোক সেবাটি 'জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯**-এ যুক্ত করা হয়েছে। উত্তর সিটি এলাকার নাগরিকরা ৯৯৯-এ কল করে হিটস্ট্রোক সংক্রান্ত চিকিৎসা সহায়তা ও তথ্য জানতে পারবেন।
বিডি প্রতিদিন/মুসা