রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের শিশুসহ ৩ জন দগ্ধের ঘটনায় ইতি বেগম (৩০) মারা গেছেন।
তিনি চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর ১টার দিকে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
একই ঘটনায় ইতি বেগমের স্বামী রিপন মিয়া ও তার মেয়ে রাফিয়া (৪) আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, বুধবার দিবাগত রাতে যাত্রাবাড়ির শহীদ ফারুক রোডের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে স্বামী স্ত্রী সন্তান দগ্ধ হয়েছিলেন। তাদের কে ঐ রাতেই রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন