রাজধানীতে চার হাসপাতালে বিশেষ অভিযান চালিয়ে দালাল চক্রের ১৫ জনকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-২) ভ্রাম্যমাণ আদালত। আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, দুজনকে জরিমানা ও আটজনের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
রবিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত র্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত রাজধানীর শেরেবাংলা নগর থানার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, হৃদরোগ হাসপাতাল, পঙ্গু হাসপাতাল ও শিশু হাসপাতালে দালালবিরোধী বিশেষ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন র্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান।
অভিযান শেষে র্যাব-২ এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার বলেন, সকাল ১০টা থেকে আমরা এই এলাকার চারটি প্রধান হাসপাতালে অভিযান পরিচালনা করেছি। এ সময় সরকারি হাসপাতালগুলো থেকে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগে ১৫ জনকে আটক করা হয়েছে। পরে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। নিয়মিত এই অভিযান পরিচালনা করছি। আগামীদিনেও আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এমআই