বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেছেন, জুলাই আন্দোলনে নারীরা সম্মুখ সারিতে থেকে যুদ্ধ করেছেন। তারা যে সাহস, আত্মত্যাগ এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছেন, তা বাস্তবায়নের জন্য ঘর থেকে বেরিয়ে এসে যুদ্ধে অংশ নিয়েছেন। নারীরা যদি সে সময় ঘরে বন্দি থাকতেন কিংবা সুযোগ দেয়া না হতো, তাহলে এ স্বাধীনতা অর্জন এত সহজ হতো না। তাই নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে আমাদের কঠোর হতে হবে। শনিবার জেলা শিল্পকলা একাডেমিতে বরিশাল সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘‘জুলাই পুনর্জাগরণ” শীর্ষক নারী-শিশু সহিংসতা প্রতিরোধ সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, দেশের উন্নয়নের স্বার্থে নারীদের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আমাদের সবাইকে তাদের পাশে দাঁড়াতে হবে। নারীদের সমাজের বোঝা না ভেবে সম্পদে পরিণত করতে হবে। এর জন্য তাদের বিভিন্ন প্রশিক্ষণ, সুশিক্ষা, উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং আর্থিকভাবে সাবলম্বী করার উদ্যোগ নিতে হবে। নারীরা যদি স্বনির্ভর হন, তাহলে সমাজে তাদের প্রতি সহিংসতা ও বৈষম্য অনেকাংশে কমে আসবে।
অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এ. কে. এম আখতারুজ্জামান তালুকদারের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ এর সঞ্চালনায় বরিশাল সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক শাহ মোঃ রফিকুল ইসলাম, পুলিশ সুপার মোঃ শরীফ উদ্দীন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন নাহার মুন্নি বিশেষ অতিথির বক্তৃতা করেন। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক সংগঠনের প্রতিনিধি, জুলাই যোদ্ধা, শিক্ষার্থী ও সাধারণ নাগরিক উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ