১২ সেপ্টেম্বর, ২০১৮ ১৩:৩১

বাস নয়, ফুটওভার ব্রিজে ওঠার লাইন এটি

অনলাইন প্রতিবেদক

বাস নয়, ফুটওভার ব্রিজে ওঠার লাইন এটি

রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বর থেকে ছবিটি তুলেছেন মাসুদ রানা।

শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের পর সড়কে শৃঙ্খলা ফেরাতে আরও ত‍‍ৎপর রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। রাজধানীতে পথচারীদের মধ্যে সচেতনতা সৃষ্টি, ফুটওভার ব্রিজ ব্যবহার, জেব্রা ক্রসিং ব্যবহার, চালকদের লাইসেন্স চেক, সতর্ককরণ, জরিমানা, গাড়ির ফিটনেস টেস্ট সহ নানা উদ্যোগ গ্রহণ করেছে তারা। আর তাদের সচেতনতামূলক কাজে সহযোগিতা করছে বাংলাদেশ স্কাউটের রোভার সদস্যরা।

রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বরেও আজ বুধবার দেখা গেল এর চিত্র। ফুটওভার ব্রিজের কাছে দীর্ঘ লাইন দেখে মনে হতে পারে বাসে ওঠার লাইন বোধহয় এটি। কিন্তু না এটি বাস নয়, ফুটওভার ব্রিজে ওঠার লাইন। সু-শৃঙ্খলভাবেই ফুটওভার ব্রিজ ব্যবহার করছেন সাধারণ মানুষ। তাদের লাইনে দাঁড় করিয়ে পারাপারে সহযোগিতা করছেন রোভার সদস্যরা।

এছাড়া রাজধানীর বিভিন্ন মোড়ে, সিগন্যালে এসে গাড়িগুলো সঠিক লেনে আছে কিনা, বাম দিক দিয়ে যেসব গাড়ি বেরিয়ে যাবে তারা দিক নির্দেশক বাতি জ্বালিয়ে চলছে কিনা, বাইকের হেলমেট, মোটরযানের বৈধ কাগজপত্রসহ ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, অ্যাম্বুলেন্স আটকে আছে কিনা। এধরনের কাজের মাধ্যমে রাস্তার ট্রাফিক ব্যবস্থাকে সুরক্ষিত ও নিয়মতান্ত্রিক রাখছেন রোভার সদস্যরা।

এদিকে মাঝ রাস্তা দিয়ে পথচারীরা যাতে ঝুঁকি নিয়ে পারাপার না করেন এজন্য কঠোর অবস্থান নিয়েছে ট্রাফিক পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনী। ফলে লাইন ধরে ফুটওভার ব্রিজ ব্যবহারের এ চমৎকার দৃশ্য অবলোকন করছেন নগরবাসী।

বিডি-প্রতিদিন/ ই-জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর