১৪ ফেব্রুয়ারি, ২০১৯ ১৯:০১

ডিএমপি'র অপরাধ পর্যালোচনা সভায় পুরস্কৃত হলেন যারা

অনলাইন ডেস্ক

ডিএমপি'র অপরাধ পর্যালোচনা সভায় পুরস্কৃত হলেন যারা

ঢাকা মহানগরের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যকে নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ডিএমপি হেডকোয়ার্টার্সের জানুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

জানুয়ারি মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শ্রেষ্ঠ অপরাধ বিভাগ নির্বাচিত হয়েছে লালবাগ বিভাগ, শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম, পিপিএম-সেবা সহকারী পুলিশ কমিশনার (ডেমরা জোন), শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) সিদ্দিকুর রহমান ডেমরা থানা, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক মোহাম্মদ সেন্টু মিয়া, পুলিশ পরিদর্শক (তদন্ত) তেজগাঁও থানা, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (অপারেশনস্) আয়ান মাহমুদ, পুলিশ পরিদর্শক (অপারেশনস্) যাত্রাবাড়ি থানা, শ্রেষ্ঠ এসআই যৌথভাবে এসআই মিজানুর রহমান কোতয়ালী থানা ও এসআই সোহেল রানা ওয়ারী থানা, শ্রেষ্ঠ এএসআই যৌথভাবে এএসআই হেলাল উদ্দিন, সবুজবাগ থানা ও এএসআই আমিনুল ইসলাম তেজগাঁও শিল্পাঞ্চল থানা।

শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই তারেক জাহান খান মোহাম্মদপুর থানা,  শ্রেষ্ঠ বিস্ফোরক উদ্ধারকারী অফিসার এসআই সেলিম খান চকবাজার মডেল থানা, শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার পুলিশ পরিদর্শক (অপারেশনস্) আয়ান মাহমুদ যাত্রাবাড়ি থানা ও শ্রেষ্ঠ চোরাই গাড়ি উদ্ধারকারী অফিসার এসআই আমির হামজা মিরপুর মডেল থানা।

ডিএমপি’র গোয়েন্দা বিভাগের শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে ডিবি-উত্তর বিভাগ, শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার মাহবুবুল আলম, সহকারী পুলিশ কমিশনার, অবৈধ মাদক উদ্ধার টিম, ডিবি-উত্তর বিভাগ, চোরাই গাড়ি উদ্ধারে শ্রেষ্ঠ টিম অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ রফিকুল ইসলাম, অবৈধ মাদক উদ্ধার ও প্রতিরোধ টিম, ডিবি-পূর্ব, মাদকদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ টিম সহকারী পুলিশ কমিশনার মাহবুবুল আলম, অবৈধ মাদক উদ্ধার টিম, ডিবি-উত্তর বিভাগ ও অজ্ঞান/মলম পার্টি গ্রেফতারে শ্রেষ্ঠ টিম পুলিশ পরিদর্শক রিয়াজ উদ্দিন আহম্মেদ, শুটিং ইনসিডেন্ট ইনভেস্টিগেশন টিম, ডিএমপি।

ডিএমপি'র ট্রাফিক বিভাগের শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে ট্র্রাফিক-উত্তর বিভাগ, শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার জুলফিকার আলী, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, উত্তরা ট্রাফিক জোন, ট্রাফিক উত্তর বিভাগ, শ্রেষ্ঠ ট্রাফিক ইন্সপেক্টর মোঃ লুৎফুল আনাম সাগর,  শাহবাগ ট্রাফিক জোন, ট্রাফিক দক্ষিণ বিভাগ, শ্রেষ্ঠ সার্জেন্ট যৌথভাবে সার্জেন্ট সাদ্দাম হোসেন, উত্তরা ট্রাফিক জোন ও সার্জেন্ট মাজেদুল হক, লালবাগ ট্রাফিক জোন, ট্রাফিক দক্ষিণ বিভাগ, ডিএমপি, ঢাকা।

বিট পুলিশিং কার্যক্রমে শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়ে পুরস্কৃত হয়েছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ধানমন্ডি জোন) মোঃ আব্দুল্লাহিল কাফি, সহকারী পুলিশ কমিশনার (লালবাগ জোন) সালাহ্ উদ্দিন, শাহীন ফকির, অফিসার ইনচার্জ, কামরাঙ্গীরচর থানা, সিদ্দিকুর রহমান, অফিসার ইনচার্জ, ডেমরা থানা ও এনামুল হক, অফিসার ইনচার্জ, রামপুরা থানা, ডিএমপি, ঢাকা।

ট্রাফিক সচেতনামূলক কর্মসূচির জন্য বিশেষ পুরস্কারে পুরস্কৃত হলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মতিঝিল) নাজমুন নাহার, ট্রাফিক-পূর্ব বিভাগ ও সহকারী পুলিশ কমিশনার (শিল্পাঞ্চল) (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) কাজী রোমানা নাসরিন, ট্রাফিক-উত্তর বিভাগ, ডিএমপি।

বিশেষ ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন উপ-পুলিশ কমিশনার (স্পেশাল এ্যাকশন গ্রুপ) প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার), পিপিএম, ডিএমপি।

বিশেষ পুরস্কার পেলেন যারা তারা হলেন- (শাহনাজ আক্তার নামের একজন কর্মজীবী নারীর স্কুটি চুরির ঘটনায় নারায়নগঞ্জে অভিযান চালিয়ে স্কুটি উদ্ধারসহ চোর আটক) সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আবু তৈয়ব আরিফ হোসেন, তেজগাঁও জোন, (বিকাশের মাধ্যমে প্রতারক চক্রের ১ জন আটক) সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আজহারুল ইসলাম মুকুল, মোবাইল ফিন্যান্স সিকিউরিটি টিম, সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগ, (২২,০০০ কেজি রড আত্মসাৎ এর ঘটনায় ১জন আটক) সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) রাহুল পাটওয়ারী পিপিএম, গোয়েন্দা-পশ্চিম বিভাগ, (২টি শিশু হত্যা মামলার আসামী গ্রেফতার) সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) ইফতেখায়রুল ইসলাম পিপিএম-সেবা, ডেমরা জোন, (আনসারুল্লাহ বাংলা টিমের ০১জন সদস্যসহ পিস্তল ও গুলি উদ্ধার) সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ তোহিদুল ইসলাম বিপিএম, কাউন্টার টেরোরিজম বিভাগ, (বখাটে যুবকের হাত থেকে তরুনীকে রক্ষা) সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) তাপস কুমার দাস, ক্যান্টানমেন্ট জোন, (হত্যা মামলার আসামী গ্রেফতার) সহকারী পুলিশ কমিশনার মিশু বিশ্বাস, মতিঝিল জোন, (প্রতারক চক্রের ০২ জন আসামি গ্রেফতার) সিনিয়র সহকারী পুলিশ কমিশনার সাইদ নাসিরুল্লাহ, ওয়াবসাইট এন্ড ই-মেইল ক্রাইম টিম, সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ, ডিএমপি।

(ফেসবুকে অশ্লীল ছবি প্রকাশকারী আটক) সহকারী পুলিশ কমিশনার ইশতিয়াক আহমেদ, ডিজিটাল ফরেনসিক টিম, সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগ, (প্রতারক চক্রের ০৪ জন আসামী গ্রেফতার) সহকারী পুলিশ কমিশনার ধ্রুব জ্যোর্তিময় গোপ, সোশ্যাল মিডিয়া মনিটরিং টিম, সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগ, (প্রতারক চক্রের ০৩ জন আসামী গ্রেফতার) সহকারী পুলিশ কমিশনার নাজমুল হক, অর্গানাইজড ক্রাইম প্রিভেনশন টিম, সিরিয়াস ক্রাইম বিভাগ, (চোরাইমালসহ ০৩ জন আসামী গ্রেফতার) সহকারী পুলিশ কমিশনার ফজলুর রহমান, বিপিএম, পিপিএম, গোয়েন্দা দক্ষিণ বিভাগ, (গণধর্ষণ মামলার ০৪ জন আসামী গ্রেফতার) মোঃ ইকরাম আলী মিয়া, পিপিএম, অফিসার ইনচার্জ, হাজারীবাগ থানা, রমনা বিভাগ, (প্রতারক চক্রের ০৪ জন আসামী গ্রেফতার) আবুল বাসার মুহাম্মদ আসাদুজ্জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত), খিলক্ষেত থানা, গুলশান বিভাগ, (০৩ জন ডাকাত গ্রেফতার) শফিকুল গনি সাবু, পুলিশ পরিদর্শক (তদন্ত), দক্ষিণখান থানা, উত্তরা বিভাগ, (ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইকারী আটক) মাহফুজুল হক ভূঞা, পুলিশ পরিদর্শক (অপারেশনস), রমনা মডেল থানা, রমনা বিভাগ, (ধর্ষণ মামলার আসামী গ্রেফতার) সজীব দে, পুলিশ পরিদর্শক (অপারেশনস), খিলগাঁও থানা, (চোর গ্রেফতার) এসআই সুজন চন্দ্র দে, শাহবাগ থানা, রমনা বিভাগ, (ডাকাতির প্রস্ততিকালে ০৯ জন গ্রেফতার) এসআই মনজুর হোসেন, শাহবাগ থানা, রমনা বিভাগ, (চোর গ্রেফতার) এসআই অমল কৃষ্ণ দে, শাহবাগ থানা, (ডাকাত গ্রেফতার) এসআই চম্পক চক্রবর্তী, শাহবাগ থানা, (অপহরণকারী গ্রেফতার) এসআই রাজিব হাসান, হাজারীবাগ থানা, (চোর গ্রেফতার) এসআই উজ্জল বিশ্বাস, কোতয়ালী থানা, (অপহরণকারী গ্রেফতার) এসআই আব্দুল আউয়াল, লালবাগ থানা, (দস্যুতা  মামলার আসামি গ্রেফতার) এসআই শাহাদত হোসেন, সূত্রাপুর থানা।

এছাড়াও (হত্যা  মামলার আসামি গ্রেফতার) এসআই হারুন অর রশিদ, গেন্ডারিয়া থানা, (দস্যুতা মামলার আসামি গ্রেফতার) এসআই সোহেল রানা, আদাবর থানা, (বিকাশের মাধ্যমে টাকা দাবির ঘটনার আসামি গ্রেফতার) এসআই মনিরুজ্জামান মনি, আদাবর থানা, (ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনার আসামি গ্রেফতার) এসআই আল হেলাল, গুলশান থানা, (ছিনতাইকারী গ্রেফতার) এসআই আনোয়ার হোসেন, গুলশান থানা, গুলশান বিভাগ, ডিএমপি।

(হত্যা মামলার আসামি গ্রেফতার গ্রেফতার) এসআই আবু তাহের ভূইয়া, বনানী থানা, (টিভি অভিনেত্রী অহনা রহমানকে মারাত্মক আহত করার ঘটনায় ট্রাকচালক গ্রেফতার) এসআই হুমায়ুন কবির, উত্তরা পশ্চিম থানা, (মাদক ব্যবসায়ী গ্রেফতার) সার্জেন্ট আ. জলিল সরদার, ডেমরা ট্রাফিক জোন, (০৬ জন ডাকাত আটক) এএসআই অপিকুল ইসলাম, শাহবাগ থানা, (ছিনতাইকারী আটক) এএসআই নারায়ণ চন্দ্র মন্ডল, অপরাধ বিভাগ, (ছিনতাইকারী আটক) এএসআই আবু বক্কর সিদ্দিক, শাহবাগ ট্রাফিক জোন, (ভুয়া ডিবি আটক) এএসআই (সঃ)/৯৯৪৭ শাহ্ নোয়াজ হোসেন, ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগ, (চোর আটক) কনস্টেবল/১৪৩৪৮ আব্দুল ওয়াহাব, লালবাগ ট্রাফিক জোন, (৫০ হাজার টাকা কুড়িয়ে পেয়ে তা মালিকের নিকট বুঝিয়ে দেওয়া) কনস্টেবল/৫৫০৮ আবু সাঈদ, নিউ মার্কেট ট্রাফিক জোন, ট্রাফিক দক্ষিণ বিভাগ, ডিএমপি।

বিডি প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি ২০১৯/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর