শিরোনাম
১৮ অক্টোবর, ২০২১ ১৩:৩২

শেখ রাসেল দিবসে জাদুঘরে প্রবেশে টিকিট লাগবে না শিশুদের

অনলাইন ডেস্ক

শেখ রাসেল দিবসে জাদুঘরে প্রবেশে টিকিট লাগবে না শিশুদের

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন আজ। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে দেশের সকল জাদুঘর ও প্রত্নতাত্ত্বিক স্থানসমূহে বিনা টিকিটে শিশুদের প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।

এতে বলা হয়েছে, বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন আজ। এ বছর থেকে শেখ রাসেলের জন্মদিন ১৮ অক্টোবর জাতীয়ভাবে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হচ্ছে। তাই দিনটি উপলক্ষে শিশুদের দেশের সকল জাদুঘর ও প্রত্নতাত্ত্বিক স্থানসমূহে বিনা টিকেটে পরিদর্শনের সুযোগ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে ঘাতকেরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর