নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণ করে হত্যা শেষে প্রত্যেকটি লাশের পেট কেটে দেওয়া হয়েছিল যেন লাশ ভেসে না ওঠে। কিন্তু লাশের পেট কেটে দেওয়ার কারণেই শীতলক্ষ্যার বুকে ভেসে উঠেছিল সাতজনের লাশ। নদীতে লাশ ডুবিয়ে দেওয়ার আগে পেট কাটার এই কাজটির দায়িত্ব নিয়েছিলেন দুজন। বিষয়টি নিশ্চিত করে একটি সূত্র জানায়, লাশের পেট কেটেছিলেন সাত খুনের ঘটনায় দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেওয়া র্যাব কর্মকর্তা মেজর আরিফ হোসেন ও লেন্স নায়েক লে. করপোরাল হীরা মিয়া। পেট কাটার কাজে তাড়াহুড়ো করতে গিয়ে নিঁখুতভাবে কাজটি সম্পন্ন করতে পারেনি তারা। যে কারণে ইট, বস্তা ও কমান্ড গিঁটসহ নানা কৌশলকে ব্যর্থ করে দিয়ে একে একে ভেসে উঠেছিল সাতজনের লাশ। এ রকম তথ্য-প্রমাণ মিলেছে খোদ সাত খুনের ময়নাতদন্তের রিপোর্টেও। সূত্র জানায়, নদীতে লাশ ডুবিয়ে দেওয়ার সময় লাশের পেট কাটার নৃশংস কাজটি করেছিলেন মেজর আরিফ ও লেন্স নায়েক লে. করপোরাল হীরা মিয়া। তারা দুজনেই হত্যার দায় স্বীকার করে ইতিমধ্যে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন। লাশের এই পেট কাটতে গিয়ে সিদ্ধান্ত নিতে হয় দুবার। প্রথমে সাতজনকে অপহরণ শেষে হত্যার পর লাশের সঙ্গে ইট, বস্তা ও কমান্ড গিঁট দিয়ে আনা হয় কাঁচপুর সেতুর নিচে। সেখানে লাশের পেট কাটার কথা উঠলে মেজর আরিফ বলেন যে, এখানে কাটলে রক্ত নানা স্থানে লেগে থাকবে। এ ছাড়া পেটের ভুঁড়ি ফেটে চারদিকে ছড়িয়ে পড়তে পারে। পরে সিদ্ধান্ত হয় যে লাশ নদীতে ডুবিয়ে দেওয়ার আগেই পেট কাটার কাজটি সম্পন্ন করা হবে। সিদ্ধান্ত অনুযায়ী সেখান থেকে ইঞ্জিনচালিত দুটি নৌকা দিয়ে সাতজনের লাশ নেওয়া হয় বন্দর শীতলক্ষ্যা নদীর চর ধলেশ্বরী এলাকায়। লাশ নদীতে ডুবিয়ে দেওয়ার সময় মেজর আরিফ লাশের পেট কাটতে শুরু করেন। এ সময় তিনি একটি চাকু নিয়ে খুব দ্রুত লাশের পেট কাটতে থাকেন। পাশে থাকা লেন্স নায়েক হীরা মিয়াকে নির্দেশ দেওয়া হয় লাশের পেট কাটতে। তিনি নির্দেশ অনুযায়ী কাজ করতে থাকেন। পেট কাটার কাজে ব্যবহৃত সেই চাকু নদীতে ফেলে দেওয়া হয়।
সূত্রটি জানায়, সাতজনকে অপহরণের পর সারা দেশে যে তোলপাড় সৃষ্টি হয় তাতে সাতজনকে হত্যার পর লাশ গুম নিয়ে তিন র্যাব কর্মকর্তার তাড়াহুড়ো ছিল প্রচুর। তাড়াহুড়োর কারণেই লাশের পেট কাটা ঠিকমতো হয়নি। লাশ কত দ্রুত নদীতে ডুবানো যায় সেই দিকেই লক্ষ্য ছিল তাদের।
খোদ ময়নাতদন্তের প্রতিবেদনে দেখা যায়, পেট কাটার কারণেই সাতজনের লাশ ডুবিয়ে দেওয়ার পরেও ভেসে উঠেছিল। ময়নাতদন্ত শেষে নারায়ণগঞ্জ সিভিল সার্জন দুলাল চন্দ্র জানিয়েছিলেন, লাশের প্রত্যেকের পেট কেটে দেওয়া হয় যাতে লাশ ভেসে না ওঠে। কিন্তু এই কেটে দেওয়ার কারণেই লাশ ভেসে ওঠে। পেটের ভিতরের নাড়িগুলো এই কেটে দেওয়া অংশে এসে প্যাঁচ খেয়ে যাওয়ায় জৈবিক কারণে তৈরি হওয়া গ্যাস পেট ফুলিয়ে তোলে। ফলে লাশগুলো ৩০-৪৫ কেজি ওজনের ইট নিয়েও ভেসে ওঠে। প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল নাসিক প্যানেল মেয়র নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ শেষে হত্যার পর লাশ নদীতে ডুবিয়ে দেওয়া হয়। ৩০ এপ্রিল একে একে সাতজনের লাশ ভেসে ওঠে। পরে এ ঘটনায় গ্রেফতার হয়ে আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন র্যাব-১১-এর সাবেক সিও তারেক মোহাম্মদ সাঈদ, মেজর আরিফ হোসেন ও কোম্পানি কমান্ডার এম এম রানাসহ আরও চার র্যাব সদস্য।
শিরোনাম
- পালিয়েছেন প্রেসিডেন্ট, মাদাগাস্কারে মানুষের উল্লাস
- ‘কিছু দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল’
- অসামাজিক কাজে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
- এবার ভরিতে ৪৬১৮ টাকা বেড়েছে স্বর্ণের দাম
- ট্রাম্পের গাজা পরিকল্পনা অস্পষ্ট: রাশিয়া
- বিদ্যালয়ের কক্ষে প্রধান শিক্ষকের সংসার, মাঠ যেন গো-চারণভূমি
- পেকুয়ায় নৌবাহিনীর তিন দিনব্যাপী বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন শুরু
- পঞ্চগড়ে ‘ঘরে ঘরে জনে জনে’ কর্মসূচি নিয়ে নওশাদ জমির
- ন্যায্য পানি বণ্টন ও আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদারে বাংলাদেশের আহ্বান
- ২০২৫ সালে দেশ ছেড়ে পালিয়েছে প্রায় তিন লাখ দক্ষিণ সুদানী: জাতিসংঘ
- ‘জামায়াত মায়া কান্না করে নির্বাচনী বৈতরনী পার হতে চায়’
- বাঞ্ছারামপুরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার
- দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ আসছেন অস্ট্রেলিয়ার মন্ত্রী ড. অ্যালি
- মুক্ত ১৫৪ ফিলিস্তিনিকে মিসরে পাঠাল ইসরায়েল
- পাকিস্তানে ইসরায়েলবিরোধী বিক্ষোভে সহিংসতা, নিহত ৫
- নেতানিয়াহুকে দুর্নীতি থেকে দায়মুক্তির আহ্বান ট্রাম্পের
- বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে চিরিরবন্দরে পরিচ্ছন্নতা কার্যক্রম
- জাবিতে র্যাগিংয়ের অভিযোগে ১৬ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- চিংড়িতে জেলি পুশ করায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
- চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর
নারায়ণগঞ্জে ৭ খুন
পেট কাটা হয়েছিল যাতে লাশ ভেসে না ওঠে
রোমান চৌধুরী সুমন, নারায়ণগঞ্জ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান, ট্রাম্পের ভাষণ চলাকালে ইসরায়েলের পার্লামেন্টে হট্টগোল
৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হামাসের ‘নতুন করে অস্ত্রসজ্জিত’ হওয়ার বিষয়ে মার্কিন অনুমোদন রয়েছে: ট্রাম্প
১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম