সোমবার, ২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
ঘরোয়ার কর্মচারী হত্যা

মালিক সোহেলের শাস্তি দাবি

নিজস্ব প্রতিবেদক

ঘরোয়া কর্মচারী রিয়াদের খুনি সোহেলের মোবাইল ফোন চুরির অভিযোগে ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কর্মচারী রিয়াদ (১৬) হত্যাকাণ্ডের প্রধান আসামি ও ওই হোটেল মালিক আরিফুল ইসলাম ওরফে সোহেলসহ অন্য আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে শ্রমিক নিরাপত্তা ফোরাম (এসএসএফ)। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। 

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের যুগ্ম মহাসচিব জাফরুল হাসান, জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আবুল হোসাইন প্রমুখ। ২৭ অক্টোবর রাতে ৭৩ নম্বর স্বামীবাগে ঘরোয়া হোটেলের কর্মচারীদের মেসে নিয়ে রিয়াদকে মারধর ও গুলি করে হত্যা করা হয়।

বক্তারা বলেন, মিথ্যা অভিযোগে একজন কিশোরকে নির্মমভাবে হত্যা করে যে জঘন্য কাজ করেছে হোটেল মালিক, তা ক্ষমার অযোগ্য। এ ধরনের খারাপ লোকদের শাস্তি না দিলে অপরাধীরা পার পেয়ে যাবে, বারবার এ রকম ঘটনা ঘটতেই থাকবে। তাই এদের এমন শাস্তি দেওয়া উচিত।

সর্বশেষ খবর