রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। গতকাল বিকালে বিচারপতি এস কে সিনহা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, সাক্ষাতের সময় প্রধান বিচারপতি প্রথম বিচার বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এর ফলে বিচার বিভাগের কর্মকর্তারা উদ্দীপ্ত হয়েছেন, যার ফলে বিচার বিভাগের কার্যক্রম আরও গতিশীল হবে। প্রেসসচিব বলেন, সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, সম্মেলনে বিচার বিভাগের কর্মকর্তারা পারস্পরিক মত বিনিময়ের সুযোগ পেয়েছেন। এর ফলে ইতিবাচক প্রভাব কর্মক্ষেত্রে পড়বে। রাষ্ট্রপতি প্রতি বছর এ ধরনের সম্মেলন আয়োজনের পরামর্শও দেন ।