দেশের ভোগ্যপণ্যের অন্যতম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে অতিরিক্ত মূল্যে চিনি বিক্রি ও চিনি নিয়ে ছিনিমিনি বা কারসাজির দায়ে মীর গ্রুপের অফিস ও গুদাম সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম ও সেল্স ম্যানেজার জানে আলমকে ১০ লাখ করে ২০ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ওই প্রতিষ্ঠানটির দুই কর্মচারী মফিজুল হক ও সজল সেনগুপ্তকে কারসাজিতে সহযোগিতা করার দায়ে এক সপ্তাহ করে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে খাতুনগঞ্জে ছোলা ও চিনির প্রধান প্রধান ডিলার এবং আড়তে এ অভিযান চালানো হয়। আটক তিনজন হলেন মীর গ্রুপের মো. জানে আলম, মফিজুল হক ও সজল সেনগুপ্ত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে র্যাব সদস্যরাও অংশ নেন। ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান বলেন, ‘মীর গ্রুপের ডিও এবং অন্যান্য কাগজপত্র পর্যবেক্ষণ করে দেখা গেছে, কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ের একটি মিল থেকে ৪৬ টাকা ৮০ পয়সায় চিনি কিনে পাইকারি বাজারে ৫৮ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করা হচ্ছে। এতে দেখা যাচ্ছে তারা প্রতি কেজি চিনিতে ১১ টাকা ৭০ পয়সা মুনাফা করছেন। এই অতিরিক্ত টাকাটা কেন নেওয়া হচ্ছে এবং এই কারসাজির সঙ্গে আর কারা যুক্ত রয়েছেন, বিষয়টি আমরা তদন্ত করছি।’এদিকে দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে হাতকড়া পরিয়ে জেলা প্রশাসন কার্যালয়ে নেওয়ার সময় খাতুনগঞ্জের কিছু শ্রমিক বিক্ষোভের চেষ্টা করেন।
শিরোনাম
- মুন্সীগঞ্জে ৩৯ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
- ই-পারিবারিক আদালত দুর্নীতি কমাবে, সময়ও বাঁচাবে: আইন উপদেষ্টা
- পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩
- কাক দিয়ে শহর পরিষ্কার? সুইডিশ প্রকল্পের ভবিষ্যৎ কী?
- ফকির-বাউলদের ওপর জুলুম বন্ধের আহ্বান তথ্য উপদেষ্টার
- শ্রবণ সমস্যা সমাধানে ইয়ারবাডের ব্যবহার বাড়ছে বিশ্বজুড়ে
- ৪০ বছর বয়সেও বাইসাইকেল কিকে রোনালদোর গোল, বড় জয় আল-নাসরের
- খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির কারণ জানালেন চিকিৎসক
- গোলের পর অ্যাসিস্টের হ্যাটট্রিকে ফাইনালে মায়ামিকে তুললেন মেসি
- ট্রাম্পের সৌদি প্রীতি, ইসরায়েল কি কোণঠাসা?
- কেমন থাকতে পারে আজকের ঢাকার আবহাওয়া
- নির্বাচনের পর গাম্বিয়ায় পালিয়েছেন ক্যামেরুনের বিরোধী নেতা
- নিকট ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু