বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

এবার মোবাইল ফোনে দুদকে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে মোবাইল ফোনে দুর্নীতি দমন কমিশন—দুদকে অভিযোগ দায়ের করা যাবে। যেখানেই থাকুন না কেন, চাইলেই দুদকে দায়ের করতে পারবেন দুর্নীতির অভিযোগ। এজন্য মোবাইল ফোনই যথেষ্ট। দুর্নীতি প্রতিরোধ ও দমনে জনসাধারণকে অধিক পরিমাণে সম্পৃক্ত করতে এমন সুবিধা নিয়ে অ্যাপস চালু করছে দুদক। দৃষ্টি আকর্ষণ করা হলে দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দুদকের সেবা মানুষের কাছে সহজে পৌঁছে দেওয়ার জন্য এ অ্যাপস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে অক্টোবরের প্রথম সপ্তাহে সিস্টেমটি চালু করা হতে পারে। কয়েক দিন আগে অ্যাপস তৈরির কাজ শেষ হয়েছে। এখন চলছে পরীক্ষামূলক ব্যবহার। দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করে বলেন, সফটওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোডেক্স অ্যাপসটি তৈরি করেছে। পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতামতও নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর