শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

উন্নয়নের ধারায় তাল মেলাতে পারেনি হাওর-জলাভূমি

—ফজলে হাসান আবেদ

নিজস্ব প্রতিবেদক

উন্নয়নের ধারায় তাল মেলাতে পারেনি হাওর-জলাভূমি

ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ বলেছেন, ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে বাংলাদেশের সাফল্য বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। কিন্তু এ উন্নয়নের ধারায় আমাদের হাওর ও জলাভূমি অঞ্চল সমানভাবে তাল মেলাতে পারেনি। তাই এসব অঞ্চলকে এগিয়ে নিতে কর্মসূচির ধারাবাহিকতা প্রয়োজন। কারণ জলাভূমির সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবহারের ওপর নির্ভর করে বাস্তুসংস্থান, জীববৈচিত্র্য এবং এক বিরাট জনগোষ্ঠীর  জীবনযাত্রা ও ভবিষ্যৎ সম্ভাবনার হাতছানি।’ ব্র্যাকের উদ্যোগে গতকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘জল ও জীবনের গল্প’ শীর্ষক চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম বীরপ্রতীক। প্রতিমন্ত্রী বলেন, হাওর ও জলাভূমির বাসিন্দাদের জীবনযাত্রার উন্নয়নে ব্র্যাকের ভূমিকা প্রশংসনীয়।

শুধু ব্র্যাক নয়, হাওরবাসীর জীবনমান উন্নয়নে অন্যান্য বেসরকারি সংস্থারও এগিয়ে আসা উচিত।

প্রদর্শনীতে জলাভূমি অঞ্চলের মানুষের জীবন-জীবিকার ওপর ব্র্যাকের কর্মীদের তোলা ১০০ ছবি স্থান পেয়েছে।

সর্বশেষ খবর