বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বাংলাকে জাতিসংঘের দাফতরিক ভাষা করার দাবি তথ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

বাংলাকে জাতিসংঘের  দাফতরিক ভাষা করার  দাবি তথ্যমন্ত্রীর

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলা ভাষাকে জাতিসংঘের দাফতরিক ভাষা হিসেবে স্বীকৃতি দিতে দাবি জানাতে হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ‘সংবাদপত্রে ভাষা আন্দোলন : ১৯৪৭ থেকে ১৯৫৬’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ভাষা সংগ্রামী আহমদ রফিকের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, পপুলার লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান হাসান আহমেদ, প্রকৌশলী মোহাম্মদ আবু তাহের, গ্রন্থটির প্রকাশক স ম ইফতেখার মাহমুদ ও সম্পাদক গবেষক এম আর মাহবুব। আহমদ রফিক বলেন, বাহাত্তরের সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে পেয়েছি।

সর্বশেষ খবর