শিরোনাম
বুধবার, ৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা
ডিএসসিসির অভিযান

লাইসেন্সবিহীন পাঁচ বাসচালকের দণ্ড

নিজস্ব প্রতিবেদক

মেয়াদোত্তীর্ণ ও লাইসেন্সবিহীন চালক দিয়ে বাস চালানো বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের তৃতীয় দিনে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং পাঁচটি গাড়ি জব্দ করা হয়েছে। গতকাল টিকাটুলী ও খিলগাঁও এলাকায় চলাচলকারী ২০ বছরের পুরনো গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। টিকাটুলী অভিসার সিনেমা হল এলাকায় চালক ও কর্তৃপক্ষের বিভিন্ন অপরাধে ২৪টি মামলা এবং ৮৬ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ঢাকা ক্লাব শাহবাগ এলাকায় ৪টি বাস ডাম্পিং করাসহ চারজন চালককে কারাদণ্ড, ৩৩টি মামলা এবং ৯৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া খিলগাঁও খিদমাহ হাসপাতাল এলাকায়  একজনের এক মাসের কারাদণ্ড দিয়েছেন। এ ঘটনায় একটি বাস ডাম্পিং, ১৪টি মামলা ও ৩৬ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এই এলাকাগুলোয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিআরটিএ, ঢাকা জেলা প্রশাসন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর