মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

প্রতারণার ফাঁদে এক নারী সর্বস্বান্ত

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় ডিজিটাল প্রতারণার ফাঁদে পড়ে সর্বস্বান্ত হয়েছেন কুয়েত প্রবাসীর স্ত্রী। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তার আপত্তিকর ছবি পোস্ট করে ব্লাকমেইল করার অভিযোগে জাহিদ আমিন (৩৫) নামের এক গার্মেন্ট ব্যবসায়ীকে গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল খুলনার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুমি আহমেদ রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এর আগে গত ১৮ আগস্ট ঢাকার নবাববাগ এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। জানা যায়, ‘আমি  খুলনার মেয়ে’, ‘ভালো একটা চাকরি চাই’, ‘অধরা রীতা’ ও ‘নাসরিন আক্তার অধরা’ নামের চারটি ফেসবুক আইডি থেকে অশ্লীল ভিডিও আপলোড করে গৃহবধূকে ব্লাকমেইল করত চক্রটি। পুলিশ জানিয়েছে, আটক হওয়া গার্মেন্ট ব্যবসায়ীর কাছ থেকে পুলিশের ব্যবহূত মোবাইলের সিডিআর কললিস্ট উদ্ধার করা হয়েছে। অপরাধীদের গতিবিধি নজরদারিতে অত্যন্ত গোপনীয় সিডিআর কললিস্টের ব্যবহার করে থাকে পুলিশ। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান জানান, ২০১০ সালে ওই নারী কুয়েত থেকে দেশে ফিরলে প্রতারক চক্রের ফাঁদে পড়েন। কৌশলে তার অশ্লীল ভিডিও তৈরি করে অর্থের জন্য চাপ দিতে থাকে চক্রটি। ২০১৩ সালে বাধ্য হয়ে চক্রটির হোতা গার্মেন্ট ব্যবসায়ী জাহিদ আমিনকে বিয়ে করতে বাধ্য হয় ওই গৃহবধূ। কিন্তু কিছুদিনের মধ্যে বিয়ে ভেঙে গেলে জাহিদ আমিন ওই সব অশ্লীল ভিডিওর লিংক ইন্টারনেটে ছেড়ে দেয়। এ ঘটনায় ২০১৬ সালের ১১ নভেম্বর আইসিটি আইনে মামলা করেন অধরা। দীর্ঘদিন পলাতক থাকার পর ১৮ আগস্ট গ্রেফতার হয় জাহিদ আমিন। মামলার তদন্তকারী কর্মকর্তা সুজিত মিস্ত্রি জানান, আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিনি বলেন, জাহিদ আমিন ও তার সহযোগীরা ১৭টি মামলার বাদী। ডিজিটাল প্রতারণার পাশাপাশি মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রয়েছে চক্রটির বিরুদ্ধে।

 

সর্বশেষ খবর