রাজধানীর উত্তরখান থেকে তারেক মোল্লা নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তারেক উত্তরখান বেপারিপাড়া মোহাম্মদিয়া কাউমিয়া মাদ্রাসার ছাত্র। গতকাল হেলাল মার্কেট বৈকাল রোডের ১১৯/এ নম্বরের তিনতলা বাড়ির নিচতলার বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়। তারেক পাবনা সদর উপজেলার কুলুনিয়া গ্রামের হিরক মোল্লার ছেলে।
তারেকের দাদা মোমিনুল ইসলাম জানান, রবিবার রাতে খেয়ে রুমের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে তারেক। সকালে অনেক ডাকাডাকির পরও ভিতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি জানালা দিয়ে দেখেন, ভিতরে তারেক ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে ঝুলছে। পরে পুলিশে খবর দিলে তারা দরজা ভেঙে লাশ উদ্ধার করে।
উত্তরখান থানার এসআই আশিকুর রহমান জানান, প্রাথমিকভাবে বিষণ্নতার কারণে তারেক ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।