বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

স্মার্টকার্ড প্রকল্পের মেয়াদ বাড়ল আরও এক বছর

নিজস্ব প্রতিবেদক

সরকারি অর্থায়নে আইডিইএ (আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং এক্সেস টু সার্ভিস) প্রকল্পের মেয়াদ আরও এক বছর বাড়াতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) অনাপত্তি দিয়েছে। এর মধ্যদিয়ে ডিসেম্বরে শেষ হতে যাওয়া    প্রকল্পটির মেয়াদ ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ল। বিশ্বব্যাংকের অর্থায়নে ইসি সচিবালয়ের আওতাধীন আইডিইএ প্রকল্পটি নাগরিকদের স্মার্টকার্ড দিয়ে আসছে। বিশ্বব্যাংক ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপি’র সহায়তায় আইডিইএ প্রকল্পের আওতায় ২০১১ সালের জুলাইয়ে ৯ কোটি ভোটারকে উন্নতমানের জাতীয় পরিচয়পত্র দেওয়ার চুক্তি স্বাক্ষরিত হয়। এই প্রকল্প বাস্তবায়নের জন্য ২০১৫ সালের জানুয়ারিতে স্মার্টকার্ড উত্পাদন-বিতরণে ফ্রান্সের প্রতিষ্ঠান অবার্থুর টেকনোলজিসের সঙ্গে চুক্তি করে ইসি। প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০১৬ সালের জুনে।

সর্বশেষ খবর