রাজধানীর বসুন্ধরা সিটিতে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় গেমিং জোন ‘আল্টিমেট ফান ফ্যাক্টরি’র বর্ণিল উদ্বোধন করেছেন দেশের শীর্ষ শিল্পোদ্যোক্তা পরিবার বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান। ‘আনলেশ ইউর ইনার হিরো’ এই স্লোগান নিয়ে বসুন্ধরা সিটির লেভেল ১৪ থেকে ১৮ নম্বর ফ্লোরে রয়েছে ভার্চুয়াল জগতের এই গেমিং জোন। দৃষ্টিনন্দন সাজের ৭৫ হাজার বর্গফুটের এই গেমিং জোন খুব সহজেই সবার দৃষ্টি কাড়ছে। এ যেন ভার্চুয়াল জগতে হারিয়ে যাওয়া! গতকাল বসুন্ধরা সিটিতে আয়োজিত বর্ণিল আয়োজনে কেক ও ফিতা কেটে এই গেমিং জোনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান। এতে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের জ্যেষ্ঠ উপব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান, অভিনেত্রী নুসরাত ফারিয়া ও অভিনেতা সায়েম। অনুষ্ঠানে বক্তব্য দেন বসুন্ধরা গ্রুপের হেড অব সেল্স এম এম জসিম উদ্দিন, বসুন্ধরা সিটির ইনচার্জ শেখ মোহাম্মদ আবদুল আলিম ও বসুন্ধরা সিটি দোকান মালিক সমিতির সভাপতি হান্নান আজাদ। বসুন্ধরা গ্রুপের হেড অব সেল্স এম এম জসিম উদ্দিন বলেন, ‘দেশের তরুণ জনগোষ্ঠীর জন্য এই গেমিং জোন। তাদের বিনোদনের জন্য এটা ভালো জায়গা। কারণ এখানকার ছেলেমেয়েদের বিনোদনের ভালো সুযোগ নেই। সময় কাটানোর জন্য হাতে হাতে মোবাইল ফোন ও ট্যাব নিয়ে সবাই ব্যস্ত। তাদের ফিজিক্যাল অ্যাকটিভিটি কমে যাচ্ছে। তাই আমরা তরুণ প্রজম্মের জন্য একটা বড় পরিসরে খেলার জায়গা ব্যবস্থা করেছি। এই গেমিং জোন দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় এবং বিশ্বে সিমুলেটরস গেমসের জন্য বলা যায় সর্ববৃহৎ।’ অনুষ্ঠানে আয়োজকরা বলেন, ‘সময় হয়েছে, শুধু ভিডিও গেম খেলার নয়, বরং আপনিই হবেন আপনার ভিডিও গেম। গেমের গভীরে প্রবেশ করে বাস্তব অভিজ্ঞতা প্রদানের জন্যই বসুন্ধরা গ্রুপের এ উদ্যোগ।’ এই গেম জোনে রয়েছে দুর্দান্ত সব রেসিং রাইডস, ওয়ার গ্রুপ, লেজার শুটিং, সিঙ্গেল ভিআর জোম্বি শুট, অর্কেট জোনে ফ্যামিলি গেমস, রোলার কোস্টার, প্যারা গ্লাইডিং, ইন্টারঅ্যাকটিভ সিমুলেটর সিনেমা হল, বোলিং, ফুটবল ও গল্ফসহ অনেক রাইড। রাইডগুলোর ফি ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত। এ ছাড়া আছে সাশ্রয়ী প্যাকেজ। একই সঙ্গে আছে ফুড হল।
শিরোনাম
- স্বস্তির জয়ে ক্লাব বিশ্বকাপের শেষ আটের মঞ্চে রিয়াল
- উড্ডয়নের ৭ মিনিট পরই বিধ্বস্ত বিমান, নিহত ৬
- ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা
- ভরপেট খেলেও মোটা হবেন না, জানুন কোন খাবারগুলো নিরাপদ
- দাম কমলো ব্রডব্যান্ড ইন্টারনেটের, আজ থেকেই কার্যকর নতুন প্যাকেজ
- টিএসসিতে রিকশার ভেতরেই মিলল চালকের মরদেহ
- চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন বরখাস্ত
- ১৯৭৩ সালের পর ডলারের সবচেয়ে বড় পতন: সংকটে যুক্তরাষ্ট্র
- প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করেন যে অভিনেতা
- কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন নির্দেশনা
- ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া শুরু
- মুস্তাফিজকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজাচ্ছে শ্রীলঙ্কা
- ইনসাফভিত্তিক মানবিক দেশ প্রতিষ্ঠার এখনই সময়: তারেক রহমান
- রেকর্ড রেমিট্যান্স প্রবাহে রিজার্ভ বেড়ে ৩১.৬৮ বিলিয়ন ডলার
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেল পাকিস্তান
- কনটেইনার হ্যান্ডলিংয়ে ৪৮ বছরের রেকর্ড ভাঙল চট্টগ্রাম বন্দর
- সিলেটে পাথর শ্রমিকদের বিক্ষোভে গাড়ি ভাঙচুর
- টাইগারদের সামনে দশম থেকে নবম স্থানে ওঠার সুযোগ
- পর্তুগাল-স্পেনে ৪৬ ডিগ্রি তাপমাত্রা, জনজীবনে অস্বস্তি
- জুলাই শহীদের তালিকায় আরও ১০ শহীদের নাম
বসুন্ধরা সিটিতে গেমিং জোন ‘আল্টিমেট ফান ফ্যাক্টরি’র যাত্রা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর