রাজধানীর বসুন্ধরা সিটিতে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় গেমিং জোন ‘আল্টিমেট ফান ফ্যাক্টরি’র বর্ণিল উদ্বোধন করেছেন দেশের শীর্ষ শিল্পোদ্যোক্তা পরিবার বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান। ‘আনলেশ ইউর ইনার হিরো’ এই স্লোগান নিয়ে বসুন্ধরা সিটির লেভেল ১৪ থেকে ১৮ নম্বর ফ্লোরে রয়েছে ভার্চুয়াল জগতের এই গেমিং জোন। দৃষ্টিনন্দন সাজের ৭৫ হাজার বর্গফুটের এই গেমিং জোন খুব সহজেই সবার দৃষ্টি কাড়ছে। এ যেন ভার্চুয়াল জগতে হারিয়ে যাওয়া! গতকাল বসুন্ধরা সিটিতে আয়োজিত বর্ণিল আয়োজনে কেক ও ফিতা কেটে এই গেমিং জোনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান। এতে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের জ্যেষ্ঠ উপব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান, অভিনেত্রী নুসরাত ফারিয়া ও অভিনেতা সায়েম। অনুষ্ঠানে বক্তব্য দেন বসুন্ধরা গ্রুপের হেড অব সেল্স এম এম জসিম উদ্দিন, বসুন্ধরা সিটির ইনচার্জ শেখ মোহাম্মদ আবদুল আলিম ও বসুন্ধরা সিটি দোকান মালিক সমিতির সভাপতি হান্নান আজাদ। বসুন্ধরা গ্রুপের হেড অব সেল্স এম এম জসিম উদ্দিন বলেন, ‘দেশের তরুণ জনগোষ্ঠীর জন্য এই গেমিং জোন। তাদের বিনোদনের জন্য এটা ভালো জায়গা। কারণ এখানকার ছেলেমেয়েদের বিনোদনের ভালো সুযোগ নেই। সময় কাটানোর জন্য হাতে হাতে মোবাইল ফোন ও ট্যাব নিয়ে সবাই ব্যস্ত। তাদের ফিজিক্যাল অ্যাকটিভিটি কমে যাচ্ছে। তাই আমরা তরুণ প্রজম্মের জন্য একটা বড় পরিসরে খেলার জায়গা ব্যবস্থা করেছি। এই গেমিং জোন দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় এবং বিশ্বে সিমুলেটরস গেমসের জন্য বলা যায় সর্ববৃহৎ।’ অনুষ্ঠানে আয়োজকরা বলেন, ‘সময় হয়েছে, শুধু ভিডিও গেম খেলার নয়, বরং আপনিই হবেন আপনার ভিডিও গেম। গেমের গভীরে প্রবেশ করে বাস্তব অভিজ্ঞতা প্রদানের জন্যই বসুন্ধরা গ্রুপের এ উদ্যোগ।’ এই গেম জোনে রয়েছে দুর্দান্ত সব রেসিং রাইডস, ওয়ার গ্রুপ, লেজার শুটিং, সিঙ্গেল ভিআর জোম্বি শুট, অর্কেট জোনে ফ্যামিলি গেমস, রোলার কোস্টার, প্যারা গ্লাইডিং, ইন্টারঅ্যাকটিভ সিমুলেটর সিনেমা হল, বোলিং, ফুটবল ও গল্ফসহ অনেক রাইড। রাইডগুলোর ফি ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত। এ ছাড়া আছে সাশ্রয়ী প্যাকেজ। একই সঙ্গে আছে ফুড হল।
শিরোনাম
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- টেলিগ্রাফ কিনতে ৫০ কোটি পাউন্ডের চুক্তি স্বাক্ষর করলো ডেইলি মেইল
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ক্যান্সার আক্রান্তদের পাশে রোটারী
- গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি
বসুন্ধরা সিটিতে গেমিং জোন ‘আল্টিমেট ফান ফ্যাক্টরি’র যাত্রা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর