ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দুর্গারামপুরে বসুন্ধরা গ্রুপের অর্থায়নে বসুন্ধরা ফাউন্ডেশন গতকাল ৪৯তম সুদ ও সার্ভিস চার্জমুক্ত ঋণ বিতরণ করেছে। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রকাশক ও বসুন্ধরা গ্রুপের ট্রেজারার ময়নাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক বাঞ্ছারামপুর শাখা ব্যবস্থাপক খোকন চন্দ্র কর্মকার। আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ডিজিএম মাইমুন কবির, বসুন্ধরা ফাউন্ডেশনের ব্যবস্থাপক মোশারফ হোসেন প্রমুখ। প্রধান অতিথি খোকন চন্দ্র বলেন, ‘বাংলাদেশে কোথাও সুদ-সার্ভিস চার্জমুক্ত ঋণ বিতরণ করে বলে আমার জানা নেই। বসুন্ধরা গ্রুপের মালিক আহমেদ আকবর সোবহানের মতো হৃদয়বান লোক বাঞ্ছারামপুরে জন্ম নিয়েছেন বলেই বাঞ্ছারামপুরের হতদরিদ্ররা এ সুবিধা পাচ্ছে। আমি অগ্রণী ব্যাংকের পক্ষ থেকে তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।’ ময়নাল হোসেন চৌধুরী বলেন, ‘২০০৫ সাল থেকে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সরাসরি তত্ত্বাবধানে নিয়মিত ঋণ দিয়ে যাচ্ছি। এই ঋণ দেওয়ার উদ্দেশ্য একটাই বাঞ্ছারামপুরকে দারিদ্র্যমুক্ত করা।’ বক্তৃতা শেষে ৪২৩ জন হতদরিদ্রের মধ্যে ৪০ লাখ ৪৫ হাজার টাকা বিতরণ করা হয়। এর মধ্যে পুরনো ৩৪৯ ঋণগ্রহীতা ১০ হাজার করে এবং নতুন ৭৪ জন সাত হাজার ৫০০ টাকা করে পেয়েছেন। ঋণ গ্রহণের তিন মাস পর হতে কিস্তি আদায় শুরু হয়। গ্রহীতা মারা গেলে ঋণ সম্পূর্ণ মওকুফ হয়ে যায়। ২০০৫ সালে মূলধন ছিল এক কোটি ৫১ লাখ ৭৫ হাজার টাকা। ঘূর্ণায়মান পদ্ধতিতে বর্তমানে তা দাঁড়িয়েছে ১৩ কোটি ৯ লাখ টাকার বেশি। ২০০৫ সাল থেকে এ পর্যন্ত ৩২ পেশায় বিনিয়োগ করে ১৭ হাজার ৯৭ জন হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত লোক স্বাবলম্বী হয়েছেন।
শিরোনাম
- যুক্তরাষ্ট্র যাচ্ছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী
- চট্টগ্রামের সড়ক যেন মৃত্যুকূপ, ছয় মাসে নিহত আড়াইশো
- জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবলে টাঙ্গাইলকে ৪-১ গোলে হারাল নেত্রকোনা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৬৪৭
- রাঙামাটি লিগ্যাল এইডে সমাধান হবে ৮ মামলা
- নারায়ণগঞ্জে ২২৪ মন্ডপে দুর্গাপূজা
- ক্যান্সার আক্রান্ত হয়েছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো
- রাজনীতিতে স্থিতিশীলতা চায় বিএনপি : আমীর খসরু
- নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন মোদি
- ফেলানীর ছোট ভাইকে চাকরি দিলো বিজিবি
- সৌদি সফর শেষে যুক্তরাজ্য যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
- খাগড়াছড়ির পাহাড়ে পূজার আমেজ, প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
- ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
- শারদীয় দুর্গোৎসবে সারা’র আয়োজন
- বাংলাদেশ থেকেও দেখা যাবে ‘এইচবিও ম্যাক্স’
- শিক্ষার্থীদের ইন্টারনেট আসক্তি ও বই পড়ার আগ্রহ বিষয়ে ফকিরহাটে শুভসংঘের আলোচনা সভা
- স্ন্যাপচ্যাটে নতুন দুই ফিচার চালু
- সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা
- যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
- বাজারে এলো সাশ্রয়ী মূল্যের ‘আকিজ ড্রিংকিং ওয়াটার’