বুধবার, ২১ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

আগামী প্রজন্মের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না

——— দুদক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, আগামী প্রজন্মের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। তিনি গতকাল দুদক প্রধান কার্যালয় থেকে বের হওয়ার সময় অপেক্ষমাণ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি বলেন, আসন্ন এসএসসি পরীক্ষায় ফরম পূরণের নামে কিংবা নির্বাচনী (টেস্ট পরীক্ষা) পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীদের অনৈতিকভাবে পাস করিয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দিয়ে অবৈধ অর্থ গ্রহণ করলে দুদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে     কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে। দুদক চেয়ারম্যান বলেন, যখনই কমিশনে এমন মর্মে অভিযোগ আসে, কতিপয় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিকট থেকে এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ গ্রহণ করা হচ্ছে। দুদক তাত্ক্ষণিকভাবেই দেশব্যাপী এ সব অনিয়ম প্রতিরোধে অভিযান শুরু করে। রাজধানীসহ দেশের বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠানে দুদকের অভিযানের কারণে অতিরিক্ত অর্থ গ্রহণ বন্ধ হয়েছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠান অতিরিক্ত অর্থ ফেরত দানে অঙ্গীকার করেছে। শিক্ষার্থী, অভিভাবদের কাছে আমার আহ্বান নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ দেবেন না। নইলে দুদককে জানান। সম্মানিত শিক্ষকদের কাছে আহ্বান আপনারা নির্ধারিত ফির অতিরিক্ত ফি চাবেন না। কোনো অবস্থাতেই নির্বাচনী পরীক্ষায় অনুত্তীর্ণদের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিবেন না। এ বিষয়ে দুদক শুধু অভিযানের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। বিষয়টি সরকারকে অবহিত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ও দুদকের অনুরোধে পদক্ষেপ নিয়েছে। আসুন, আমরা সম্মিলিতভাবে এ জাতীয় দুর্নীতি প্রতিরোধ করে আগামী প্রজন্মকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে সযযোগিতার হাত বাড়াই।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর