মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

২০ লক্ষাধিক করদাতা কর দিলেন ২২ হাজার কোটি টাকা

আগের বছরের তুলনায় প্রবৃদ্ধি বেড়েছে ২৭ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

চলতি ২০১৮-১৯ করবর্ষে ২০ লাখ ৬ হাজার ৭১৫ ব্যক্তি শ্রেণির করদাতা আয়কর বিবরণী বা রিটার্ন দাখিল করেছেন। এসব করদাতা ২ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত সময়ে সরকারি কোষাগারে আয়কর জমা দিয়েছেন ২২ হাজার ২৬৪ কোটি টাকা। গত করবর্ষের চেয়ে এবার বাড়তি ২ লাখ ১৩ হাজার করদাতার রিটার্ন দাখিলের তথ্য দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য জিয়াউদ্দিন মাহমুদ। গতকাল সেগুনবাগিচার রাজস্ব ভবনে সাংবাদিকদের কাছে এ তথ্য তুলে ধরেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন এনবিআরের প্রথম সচিব খন্দকার খুরশীদ কামাল। এনবিআর সদস্য জিয়াউদ্দিন মাহমুদ বলেন, ২০১৭ সালে রিটার্ন দাখিল বাবদ আয় হয়েছিল ১৯ হাজার ৮১০ কোটি টাকা। এ বছর হয়েছে ২২ হাজার ২৬৪ কোটি টাকা; যা শতাংশের হিসাবে বেড়েছে ১২ দশমিক ৩৮ শতাংশ। এর মধ্যে কেবল নভেম্বরেই আয় হয় ৫ হাজার ২৪৮ কোটি টাকা। গত বছর একই মাসে আয় হয়েছিল ৪ হাজার কোটি। এতে আগের বছরের তুলনায় প্রবৃদ্ধি বেড়েছে ২৭ শতাংশ।

 

সর্বশেষ খবর