মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বরিশালে এক মঞ্চে তিন প্রার্থী, প্রতিশ্রুতির ফুলঝুরি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে এক মঞ্চে তিন প্রার্থী, প্রতিশ্রুতির ফুলঝুরি

বরিশালে শান্তিতে বিজয় প্রচারণা অনুষ্ঠানে এক মঞ্চে তিন প্রার্থী জাহিদ ফারুক শামীম, মুরতজা আবেদীন এবং মজিবর রহমান সরোয়ার —বাংলাদেশ প্রতিদিন

নির্বাচন শান্তিপূর্ণ হলে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে। উন্নয়ন অব্যাহত থাকবে। তাই তরুণদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে ঠাণ্ডা মাথায় যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে। নতুন ভোটারদের প্রতি এমন আহ্বান জানিয়েছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর) আসনের প্রধান ৩ প্রার্থী আওয়ামী লীগের কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, বিএনপির অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার এবং জাতীয় পার্টির এ কে এম মুর্তজা আবেদীন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গতকাল ডেমোক্রেসি    ইন্টারন্যাশনাল আয়োজিত ‘শান্তিতে বিজয়’ শীর্ষক প্রচারণা অনুষ্ঠানে ওই তিন প্রার্থী একমঞ্চে উপস্থিত থেকে অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান। এ সময় তারা দুর্নীতি, সন্ত্রাস ও মাদকের ছোবল থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা এবং শান্তিপূর্ণ সহাবস্থানে থাকার অঙ্গীকার করেন। অনুষ্ঠানে তিন শতাধিক তরুণ ভোটার অংশ নিয়ে শান্তির সপক্ষে শপথ নেন। ‘শান্তি জিতলে জিতবে দেশ’ স্লোগান নিয়ে নগরীর রজনীগন্ধা কমিউনিটি সেন্টারে আয়োজিত প্রচারণা অনুষ্ঠানে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে শোভাযাত্রায় অংশ নেন ওই তিন প্রার্থী। পরে তরুণদের শান্তির পক্ষে শপথ পাঠ করান বরিশালের বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মো. হানিফ।

 

সর্বশেষ খবর