চলতি বছর যারা হজ করতে সৌদি আরব যাবেন, তাদের বিমানভাড়া লাগবে ১ লাখ ২৮ হাজার টাকা, যা গতবারের চেয়ে ১০ হাজার ১৯১ টাকা কম। সচিবালয়ে বৃহস্পতিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক আন্তঃমন্ত্রণালয় সভার পর বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এ কথা জানান। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছর যাত্রীপ্রতি ভাড়া ছিল ১ লাখ ৩৮ হাজার ১৯১ টাকা। এ বছর তা কমিয়ে আনা হয়েছে। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ, বিমান ও পর্যটন সচিব মহিবুল হক, ধর্মসচিব আনিছুর রহমানসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং হজ এজেন্সিগুলোর সংগঠন হাব ও ট্র্যাভেল এজেন্টদের সংগঠন আটাবের প্রতিনিধিরা আন্তঃমন্ত্রণালয় সভায় উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের নতুন সরকারের ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর শেখ মো. আবদুল্লাহ বলেছিলেন, প্রতিবছরই হজের মৌসুমে নানা অনিয়মের অভিযোগ ‘স্বাভাবিক ঘটনায়’ পরিণত হয়েছে। তিনি চান না, হজ নিয়ে এবার কোনো কথা হোক। সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে গত বছর এক লাখ ২৬ হাজার ১৯৮ জন হজ করার সুযোগ পান। নিবন্ধন করলেও ভিসা জটিলতা, অসুস্থতা এবং ‘ব্যক্তিগত কারণে’ তাদের মধ্যে ৬২৭ জন যেতে পারেননি। গত বছর হযাত্রীদের মধ্যে ৬৩ হাজার ৫৯৯ জ জেদ্দায় পৌঁছান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে। বাকিদের সৌদি এয়ারলাইনসের ফ্লাইটে সৌদি আরবে পাঠানো হয়।
শিরোনাম
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
বিমানভাড়া কমল হজযাত্রীদের
লাগবে ১ লাখ ২৮ হাজার টাকা, যা গতবারের চেয়ে ১০ হাজার ১৯১ টাকা কম
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর