চলতি বছর যারা হজ করতে সৌদি আরব যাবেন, তাদের বিমানভাড়া লাগবে ১ লাখ ২৮ হাজার টাকা, যা গতবারের চেয়ে ১০ হাজার ১৯১ টাকা কম। সচিবালয়ে বৃহস্পতিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক আন্তঃমন্ত্রণালয় সভার পর বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এ কথা জানান। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছর যাত্রীপ্রতি ভাড়া ছিল ১ লাখ ৩৮ হাজার ১৯১ টাকা। এ বছর তা কমিয়ে আনা হয়েছে। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ, বিমান ও পর্যটন সচিব মহিবুল হক, ধর্মসচিব আনিছুর রহমানসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং হজ এজেন্সিগুলোর সংগঠন হাব ও ট্র্যাভেল এজেন্টদের সংগঠন আটাবের প্রতিনিধিরা আন্তঃমন্ত্রণালয় সভায় উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের নতুন সরকারের ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর শেখ মো. আবদুল্লাহ বলেছিলেন, প্রতিবছরই হজের মৌসুমে নানা অনিয়মের অভিযোগ ‘স্বাভাবিক ঘটনায়’ পরিণত হয়েছে। তিনি চান না, হজ নিয়ে এবার কোনো কথা হোক। সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে গত বছর এক লাখ ২৬ হাজার ১৯৮ জন হজ করার সুযোগ পান। নিবন্ধন করলেও ভিসা জটিলতা, অসুস্থতা এবং ‘ব্যক্তিগত কারণে’ তাদের মধ্যে ৬২৭ জন যেতে পারেননি। গত বছর হযাত্রীদের মধ্যে ৬৩ হাজার ৫৯৯ জ জেদ্দায় পৌঁছান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে। বাকিদের সৌদি এয়ারলাইনসের ফ্লাইটে সৌদি আরবে পাঠানো হয়।
শিরোনাম
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
- চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ
- জলমহালের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের: ফরিদা আখতার
- ১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক
- ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি
- দেশে ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত
- ধর্ষণের শিকার হয়ে বিষ পান করা সেই কিশোরীকে বাঁচানো গেল না
- আমরা আশা করি একটা ঐকমত্যে পৌঁছাতে পারব : সালাহউদ্দিন
বিমানভাড়া কমল হজযাত্রীদের
লাগবে ১ লাখ ২৮ হাজার টাকা, যা গতবারের চেয়ে ১০ হাজার ১৯১ টাকা কম
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর