চট্টগ্রামের আন্দরকিল্লাসহ বিভিন্ন বইয়ের দোকানে প্রকাশ্যে বিক্রি হচ্ছে বিনামূল্যে বিতরণের বই। শিক্ষাপ্রতিষ্ঠানের কিছু চিহ্নিত অসাধু শিক্ষক-কর্মচারী মোটা অঙ্কের টাকার বিনিময়ে এসব বই বিভিন্ন দোকানে সরবরাহ করছে। চিহ্নিত এ চক্রটি নানাভাবে অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত থাকলেও রাজনৈতিকভাবে বিভিন্ন ‘বড় ভাই’ বা নেতার নাম ব্যবহার করে কৌশলে রক্ষা পেয়ে যাচ্ছে। সর্বশেষ নগরীর একটি দোকান থেকে বিভিন্ন শ্রেণির ২৮৩টি সরকারি বই উদ্ধার করেছে পুলিশ। এ সময় প্রকাশ বিচিত্রার মালিকের ভাই ¯েœহাশীষ তালুকদার জুয়েলকে (২৮) আটক করা হয়েছে। গোয়েন্দা পুলিশের পরির্দশক ইলিয়াছ খান বলেন, রবিবার রাতে আন্দরকিল্লা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বই উদ্ধার ও মালিকের ভাইকে আটক করি। প্রাথমিকভাবে জানতে পেরেছি বই ব্যবসায়ীরা কিছু শিক্ষক ও কর্মচারীর কাছ থেকে এসব বই সংগ্রহ করে বেশি দামে বিক্রির জন্য। ধারণা করা হচ্ছে, কিছু অসাধু শিক্ষক-কর্মচারী স্কুলের শিক্ষার্থীর সংখ্যা বেশি দেখিয়ে বইগুলো সংগ্রহ করার পর খোলা বাজারে বিক্রি করে। তবে এসব বই কীভাবে, কাদের কাছ থেকে আনা হয় সে বিষয়ে জুয়েলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় ও একাধিক দোকানদার বলেন, বিভিন্ন স্কুলের শিক্ষক, কর্মচারীদের কাছ থেকে তারা বইগুলো কম দামে কিনে বেশি দামে বিক্রি করেন। এসব বই পরিচিত ব্যক্তি ছাড়া কারও কাছে বিক্রিও করেন না। বিনামূল্যের প্রতিটি বই ২০ থেকে ৫০ টাকায় বিক্রি করা হয়। জানা যায়, রবিবার রাতে উদ্ধার করা বইগুলোর মধ্যে রয়েছে- প্রথম শ্রেণির ৩০টি বাংলা বই, ১৭টি গণিত, ১৮টি ইংরেজি, দ্বিতীয় শ্রেণির ২৩টি বাংলা, পাঁচটি অঙ্ক, ১৩টি ইংরেজি, চতুর্থ শ্রেণির ১৮টি বাংলা, ১৪টি অঙ্ক, ১৫টি ইংরেজি, সাতটি বিজ্ঞান, চারটি বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি এবং পঞ্চম শ্রেণির ১২টি বাংলা বই। আরও রয়েছে- ষষ্ঠ শ্রেণির তিনটি বিজ্ঞান, চারটি বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি, নবম-দশম শ্রেণির ১৬টি বিজ্ঞান, ছয়টি করে উচ্চতর গণিত, ভূগোল ও পরিবেশ এবং তিনটি করে রসায়ন বই। একইভাবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের ইবতেদায়ি প্রথম শ্রেণির নয়টি করে অঙ্ক ও বাংলা, দ্বিতীয় শ্রেণির ছয়টি করে বাংলা, ইংরেজি, অঙ্ক ও পঞ্চম শ্রেণির ১২টি করে ইংরেজি ও বিজ্ঞান বই উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।
শিরোনাম
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
বিনামূল্যের বই খোলাবাজারে
জড়িত অসাধু শিক্ষক কর্মচারী, দোকান মালিক আটক
সাইদুল ইসলাম, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর