সোমবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ছাত্রের চোখে স্কেলের আঘাত শিক্ষিকা আটক

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর মহানগরীর দর্শনা মোড় এলাকার নালন্দা ইন্টারন্যাশনাল স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া আবাসিক শিশু শিক্ষার্থী আদনান সানির চোখে স্কেল দিয়ে আঘাত করেছেন এক শিক্ষিকা। এতে ওই শিক্ষার্থীর চোখ মারাত্মক জখম হয়েছে। এ ঘটনায় ওই শিক্ষিকাকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, শিক্ষার্থী আদনান সানিকে স্কেল দিয়ে আঘাত করেন ওই স্কুলের সহকারী শিক্ষিকা সাগরিকা রায়। এতে শিশুটির ডান চোখ মারাত্মক জখম হয়। এ অবস্থায় সানিকে স্থানীয় দ্বীপ আই কেয়ার হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকদের পরামর্শে রাতেই তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। শিশুটির মামা আশরাফুল ইসলাম শামীম জানান, সানির বাবা ব্যবসায়ী মকবুল হোসেন ও তার মা শিমু বেগম ঢাকায় বসবাস করেন। এ কারণে গত বছরের জুলাইয়ে সানিকে নালন্দা ইন্টারন্যাশনাল স্কুলের আবাসিক শাখায় ভর্তি করানো হয়। শনিবার আবাসিক শাখার শিক্ষিকা সাগরিকা রায় স্কেল দিয়ে আঘাত করলে তা সানির চোখে লাগে। এদিকে এ ঘটনায় রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় একটি অভিযোগ করেছেন শিশুটির বড় মামা রিয়াজুল ইসলাম সম্রাট। তাজহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রোকনুজ্জামান জানান, জিজ্ঞাসাবাদের জন্য শিক্ষিকা সাগরিকা রায়কে আটক করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর