মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন

শাহ আলমের ১১ দফা ইশতেহার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

শাহ আলমের ১১ দফা ইশতেহার ঘোষণা

২৭ ও ২৮ ফেব্রুয়ারি হতে যাচ্ছে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সাধারণ সম্পাদক গাজী মো. শাহ আলম। ১১ দফা নির্বাচনী ইশতেহারে তিনি জয়ী হলে সমিতির এনেক্স-২ ভবনের জায়গা নিবন্ধন, আইনজীবীদের বেনাভোলেন্ট ফান্ড ৩০ লাখ টাকায় উন্নীতকরণ, মৃত্যুকালীন সহায়তা ২০ হাজার          থেকে ৫০ হাজার টাকা করা, আইনজীবীদের বসার জন্য নতুন ভবন নির্মাণ, বাসস্থানের জন্য আইনজীবী পল্লী স্থাপন, যাতায়াতের জন্য বিভিন্ন রুটে পরিবহনের ব্যবস্থা, নারী আইনজীবীদের বসা, অজু ও নামাজের স্থানসহ নানা সুযোগ-সুবিধা নিশ্চিত, বার ও আদালত ভবনে পর্যাপ্ত লিফট ও এসি স্থাপন করবেন বলে উল্লেখ করেছেন। শাহ আলম বলেন, সাদা প্যানেল নির্বাচনে জয়ী হলেই সমিতির উন্নয়ন হয়। আইনজীবী সমিতির নামে সাড়ে ৫ কাঠা জমি, বহুতল ভবন, সমিতি ভবন থেকে জজ কোর্টের সংযোগ ব্রিজ, আইনজীবী ভবনের অত্যাধুনিক অডিটোরিয়াম, লাইব্রেরি সবই আওয়ামী লীগ সরকারের সহযোগিতায় সাদা প্যানেলের হাত ধরে হয়েছে। আগামী নির্বাচনেও সাদা প্যানেল জয়ী হলে আইনজীবীদের কল্যাণে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর