মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

টাইগারপাসের সৌন্দর্য রেখে এক্সপ্রেসওয়ে নির্মাণের দাবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের টাইগারপাসের সৌন্দর্য অক্ষুণ্ন রেখে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের দাবি জানিয়েছেন সেভ টাইগারপাস মুভমেন্টের কর্মকর্তারা। গতকাল মুভমেন্টের আহ্বায়ক বিপ্লব পার্থ চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের কাছে প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি দেন। এ ছাড়া গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালামকে অনুলিপি দেওয়া হয়েছে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, চট্টগ্রামের অপরূপ সৌন্দর্য এবং সবুজ প্রাকৃতিক মনোরম পাহাড়ি ভূমির নাম টাইগারপাস। চট্টগ্রামে অবস্থিত পাহাড় এবং বৃক্ষবেষ্টিত চিরহরিৎ এলাকাটি দেখে মুগ্ধ হন না এমন মানুষ বিরল। পাহাড়টির প্রাকৃতিক আবেদন এককথায় অসাধারণ। কিন্তু প্রচলিত নকশায় এলিভেটেড এক্সপ্রেস নির্মাণ করতে গিয়ে এ পাহাড়ের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হবে।

সর্বশেষ খবর