বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
ভোট আনন্দে পড়ল ভাটা

চট্টগ্রামে সাতটির ছয়টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

চট্টগ্রামে সাতটির ছয়টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ‘বিনাপ্রতিদ্বন্দ্বিতায়’ নির্বাচিত হতে যাচ্ছেন ছয় উপজেলা চেয়ারম্যান প্রার্থী। চট্টগ্রামের সাত উপজেলার মধ্যে ছয়টিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় কোনো প্রকার ভোট ছাড়াই উপজেলা চেয়ারম্যান হতে যাচ্ছেন ছয় প্রার্থী।

তারা হলেন- চট্টগ্রাম উত্তরের রাউজানে একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, সীতাকুে  এসএম আল মামুন, সন্দ্বীপে মো. শাহজাহান বিএ, রাঙ্গুনিয়ায় খলিলুর রহমান চৌধুরী, মিরসরাইয়ে মো. জসিম উদ্দিন এবং হাটহাজারীতে এসএম রাশেদুল আলম। শুধুমাত্র ফটিকছড়িতেই দুজন প্রার্থী রয়েছেন। এদের মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাজিম উদ্দিন মুহুরী, অপরজন হচ্ছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা এসএম আবু তৈয়ব। গতকাল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দ্বিতীয় ধাপে চট্টগ্রামের সাতটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এদের মধ্যে অপর কোনো প্রার্থী না থাকায় সাতটির মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে ছয়জন, ভাইস চেয়ারম্যান পদে একজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন নির্বাচিত হতে যাচ্ছেন। তবে কয়েকজন তরুণ ভোটার বলেন, কোনো প্রার্থী না থাকায় ছয়জন উপজেলা চেয়ারম্যান প্রার্থী বিনাভোটেই নির্বাচিত হয়ে যাচ্ছেন। এতে ভোটের আগে প্রার্থীরা জয়ের স্বাদ পেলেও ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করা থেকে বঞ্চিত রয়ে গেল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর