মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
সামাজিক ব্যবসা কোম্পানি

বিএনপি পারিবাসের সঙ্গে ইউনুসের চুক্তি

নিজস্ব প্রতিবেদক

কার্বন নিঃসরণ মোকাবিলায় ফ্রান্সের বৃহত্তম ব্যাংক বিএনপি পারিবাসের সঙ্গে যৌথভাবে মার্কেসপ্লেস প্লার্টফরম চালু করলেন শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। ‘ক্লাইমেটসিড’ নামে একটি সামাজিক ব্যবসা কোম্পানি চালুর লক্ষ্যে গতকাল ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাংকটির সঙ্গে এ সম্পর্কিত চুক্তি হয়। গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাব, জার্মানির চেয়ারম্যান ও সহ-প্রতিষ্ঠাতা প্রফেসর ইউনূস প্রতিষ্ঠানটির পক্ষে বিএনপি পারিবাসের সঙ্গে এই চুক্তিতে স্বাক্ষর করেন। ফরাসি সরকারের সামাজিক ও সংহতি অর্থনীতি এবং সামাজিক উদ্ভাবন বিষয়ক হাইকমিশনার ক্রিস্টোফে আইতিয়ের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাজধানীর ইউনূস সেন্টার গতকাল এই তথ্য জানায়। ইউনূস সেন্টার বলছে, বিএনপি পারিবাসের এটি প্রথম সামাজিক ব্যবসা। এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কাজ করবে ব্যাংকটি। এই চুক্তির মাধ্যমে বিশেষ করে সামাজিক ব্যবসা উদ্যোগকে কেন্দ্র করে পাঁচ বছর মেয়াদি একটি বৈশ্বিক অংশীদারিত্বের ক্ষেত্র তৈরি হলো। এর মাধ্যমে গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাব ও বিএনপি পারিবাস যৌথ অংশীদারিত্বের মাধ্যমে বিএনপি পারিবাস গ্রুপভুক্ত প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন সামাজিক ব্যবসা উদ্যোগ সৃষ্টি ও এগুলোকে সম্প্রসারিত করবে। এই অংশীদারিত্ব বিএনপি পারিবাসের কর্মীদের মধ্যে সামাজিক ব্যবসা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করবে এবং গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাব এর অধীনে বিনা খরচে আইনি পরামর্শ পাবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রফেসর ইউনূস বলেন, ‘এই যৌথ সহযোগিতা নিয়ে আমরা অত্যন্ত আশাবাদী। এর একটি শক্তিশালী বার্তা রয়েছে : পৃথিবীর অন্যতম বৃহত্তম একটি ব্যাংকিং গ্রুপ তাদের নিজস্ব সামাজিক ব্যবসা তৈরি করছে এবং সামাজিক ব্যবসার ধারণা তার কর্মীদের মধ্যে বিস্তৃত করছে। আমরা আশা করছি অন্যরাও এর পদাঙ্ক অনুসরণ করবে।’

সর্বশেষ খবর