সোমবার, ৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

আসামি ধরতে গিয়ে অবরুদ্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া শহরে হত্যা মামলার আসামি ধরতে এসে স্থানীয় মহিলাদের দ্বারা অবরুদ্ধ হয়েছেন নবীনগর থানার ৫ পুলিশ সদস্য। এ ঘটনায় ৫ জন নারী আহত হয়েছেন। গতকাল দুপুরে জেলা শহরের দক্ষিণ পৈরতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পঁাঁচজন নারী আহত হয়েছেন। পরে সদর থানা পুলিশ খবর পেয়ে অবরুদ্ধ ৫ পুলিশকে উদ্ধার করে। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক জীবন জানান, নবীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল ফরাজী ফোর্স নিয়ে একটি হত্যা মামলার আসামিকে খোঁজ করতে আমার পৌর এলাকার ওয়ার্ডে আসে। বাড়িতে থাকা নারীরা জানান, এখানে এমন কোনো আসামি নেই। রুবেল ফরাজী জোরপূর্বক ঘরে প্রবেশ করে মালামাল তচনচ করে দেয়। পাশের বাড়িতে গিয়েও একই কাজ করে। এ সময় বাড়ির নারীরা এ কর্মকাে  প্রতিবাদ করলে রুবেল ফরাজী শটগানের ফাঁকা গুলি করে ও নারীদের ওপর লাঠি নিয়ে হামলা করে।

বাড়ির নারীরা একত্রিত হয়ে পুলিশদের ধাওয়া করলে পাশের একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেন এসআই রুবেলসহ অন্য পুলিশ সদস্যরা। পরে খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ এসে এসআই রুবেল ফিরাজীসহ বাকি পুলিশ সদস্যদের অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায়  নারীরা আহত হওয়ায় বিকালে দোষী পুলিশ সদস্যদের শাস্তির দাবিতে পৈরতলা-গোকর্ণঘাট সড়কে ঝাড়ু মিছিল করেছে স্থানীয় নারী-পুরুষরা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ সেলিম উদ্দিন জানান, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর